সাবধান! আপা দেখবাইন আংটিটা সোনার কি না?
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও থেমে নেই অজ্ঞান পার্টির সদস্যরা। মানুষের চোখে ধুলো দিয়ে চলছে ছিনতাই। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কৌশলগুলো রপ্ত করে নেয়ায় বিপাকে পড়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। তাই বলে থেমে নেই তাদের কার্যক্রম। এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছে তারা।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়া রাবিয়া খাতুন (২৫) জানান ভিন্ন এই কৌশলের কথা।
রাবিয়া খাতুন বলেন, ‘ছেলেকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে সদর হাসপাতালে আসি। ডাক্তার দেখানো শেষ করে বাড়ি যাওয়ার জন্য হাসপাতালের গেট থেকে রিকশায় উঠি। রিকশাওয়ালা হাসপাতাল থেকে কিছুদূর যাওয়ার পর খড়মপট্টি এলাকায় ফাঁকা রাস্তায় দাঁড়ায়। এরপর আমাকে বলে, আপা একটু দেখবাইন, এইডা সোনার আংটি কি না?’
তিনি বলেন, ‘এই কথা বলে, রিকশাওয়ালা আমার হাতে একটা কাগজ দেয়। কাগজটি খুলে দেখা মাত্রই আমি অজ্ঞান হয়ে পড়ি। তখন আমার কানের দুল ও গলায় থাকা সোনার চেইন খুলে নেয়। এ সময় দূর থেকে এক নারী ঘটনাটি লক্ষ্য করে এগিয়ে আসেন। আর তাতেই ধরা পড়ে যায় অজ্ঞান পার্টির সদস্য মানিক মিয়া (৩৫)।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় রেখে কানের দুল খোলার সময় পথচারী এক নারী বিষয়টি দেখে এগিয়ে যান। জিজ্ঞেস করলে, নিজের স্ত্রী বলে পরিচয় দেন মানিক মিয়া। কিন্তু কানের দুল রাস্তায় খোলা নিয়ে কথা বলার সময় আশপাশের লোকজন ভিড় জমায়। এমন সময় জ্ঞান ফিরে আসে রাবিয়া খাতুনের। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় জনতা। মানিক মিয়া অজ্ঞান পার্টির সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তার বাড়ি সদর উপজেলার বৌলাই ইউনিয়ের ছয়না গ্রামে।
কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, নারীদের অজ্ঞান করে সোনার চেইন টাকা পয়সা হাতিয়ে নেয়ার জন্য অজ্ঞান পার্টির সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে। মানিক মিয়া বিভিন্ন সময় পেশা বদলে এই কাজ করে থাকে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন