সাবধান! প্রতিদিন কন্ডোম ব্যবহার করে যে ৫ ভুল করছেন..!

অসুরক্ষিত সেক্সের সময় বহু মানুষ মারণ রোগের শিকার হয়ে পড়েন। কন্ডোমের ব্যবহারের ফলে সেই রোগ থেকে যেমন বাঁচা যায়, তেমনই অবাঞ্চিত গর্ভধারনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে অনেকেই কন্ডোম ব্যবহারের সময় এই পাঁচটি সাধারণ ভুল করে থাকেন।
এক নজরে দেখে নিন কী কী সেই ভুল গুলি:
১) উল্টো করে পরা: যদিও ব্যাপারটি বেশ কষ্টসাধ্য, তাও অনেকেই কঠিন কাজটি করে ফেলেন। কন্ডোম আদপে এমনভাবেই গোটানো থাকে যা সোজা করে পরা অনেক সহজ।
২) দু’টো কন্ডোম এক সঙ্গে ব্যবহার: অনেকে সাবধানতার কারণে দু’টো কন্ডোম এক সঙ্গে ব্যবহার করেন। কিন্তু এটা আদপেও ঠিক নয়। প্রথমত এতে লিঙ্গ তাড়াতাড়ি শিথিল হয়ে পড়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, দুই কন্ডোমের ঘর্ষণে একটি বা দু’টিই ছিঁড়ে যেতে পারে। ফলে কন্ডোম পরার আসল উদ্দেশ্যটি সাধিত হয় না।
৩) আগে ফোরপ্লে, পরে কন্ডোম: অভ্যাসটি খুবই খারাপ। ফোরপ্লে করার সময় অনেকে প্রাথমিক বীর্যস্খলন করেন। তাতে শুক্রাণু থাকে। ফলে গর্ববতী হয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। আবার অনেকে ফোরপ্লের সময় সঙ্গম করেন। তার পর কন্ডোম পরেন। এতে যৌন রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়।
৪) সঙ্গমের পর ধীর্ঘ ক্ষণ পরে থাকা: সঙ্গমের পর যত দ্রুত কন্ডোম খুলে ফেলবেন তত ভালো। দীর্ঘ ক্ষণ পরে থাকলে শুক্রাণুর বেশ কিছু অংশ লিঙ্গের ইউরেথ্রার মধ্যে থেকে যেতে পারে। যা পরবর্তী সঙ্গমের সময় অসাবধান বশত সঙ্গিনীকে গর্ভবতী করতে পারে।
৫) এক্সপায়ার হয়ে যাওয়া কন্ডোম ব্যবহার: প্রত্যেকবস্তুর একটা জীবতকাল থাকে। কন্ডোম তার ব্যতিক্রম নয়। এক্সপায়ার হয়ে যাওয়া কন্ডোমের রাবার বা ল্যাটেক্সে থাকা ফ্লুইড শুকিয়ে যায়। যা সঙ্গমের সময় কন্ডোমটিকে ছিঁড়ে দিতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন