সাবধান! সেক্সটিং করেন? কী কী বিষয়ে সতর্ক থাকবেন? জেনে নিন…
সেক্সটিং হালফিলে খুব একটা অস্বাভাবিক বস্তু নয়। কিন্তু এই সেক্সটিং-এর জন্যই অনেক সময়ে বিপদে পড়তে হয়। বিশেষ করে মহিলাদের সামনে বিপদ একটু বেশিই। একটু সতর্ক থাকলে কিন্তু বিপদ এড়িয়েই সেক্সটিং করা যায়।
কী কী করবেন? রইল কয়েকটি টিপ্স:
১. কোনওভাবেই নগ্ন ছবি পাঠাবেন না। এটিই প্রথম শর্ত। শরীরের কোনও অংশই পাঠানো ঠিক নয়।
২. আপনাকে সহজে চেনা যায়, এমন ছবি নৈব নৈব চ।
৩. ছবি পাঠানোর আগে ব্যাকড্রপে কী আছে দেখে নিন। আপনার ঘর সহজেই চেনা যাবে।
৪. ছবি পাঠালে আগে নিজের ক্যামেরা থেকে ডিলিট করুন।
৫. মনে রাখুন, নিজেকে সেক্সি দেখাতে সর্বদা নগ্ন হতে হয় না।
৬. এমন কিছু লিখবেন না, যা আপনার বিরুদ্ধে পরে ব্যবহার করা যেতে পারে।
৭. যা-ই লিখবেন, অনেক রেখে-ঢেকে। এমন কিছু লিখুন, যার দু’রকম অর্থ হয়।
৮. বিদ্বেষমূলক কথাবার্তা একেবারেই নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন