সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি চাইবে বিএনপি
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চলতি মাসের ১৮ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। শুরুর দিনই বিকেল সাড়ে চারটায় সংসদের বাইরে থাকা দল বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের কথা রয়েছে। বঙ্গভবন থেকে সংলাপের চিঠি ইতিমধ্যে বিএনপির দফতরে পৌঁছেছে। রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির বৈঠকে অংশ নিতে ১০ জনের নাম চাওয়া হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে কারা যাবেন তা সংশ্লিষ্ঠ নেতাদের সঙ্গে আজ রাতে আলোচনা করে দলীয় প্রধান ঠিক করবেন।
দলটির দায়িত্বশীল একজন নেতা জানান, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করবেন তা নিয়ে বিএনপির সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে।
দলীয় সূত্র জানায়, সার্চ কমিটি গঠনে বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতির সমন্বয়ের চার জনের নাম প্রস্তাব করা হবে। এছাড়াও সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠনের পক্ষেও রাষ্ট্রপতির কাছে প্রস্তাব তুলে ধরা হবে।
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগ নিয়ে বিএনপি কতটা আশাবাদী জানতে চাইলে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী বিডিলাইভকে বলেন, ‘বিএনপির নয় দেশের মানুষের কতটুকু আশা সেটা জিজ্ঞেস করবেন। মানুষের ভোটাধিকার ফিরে পেতে হলে তো আশাবাদী হতেই হবে।’
এর আগেও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সার্চ কমিটি গঠনে বিএনপির সঙ্গে সংলাপ করেছিলেন, এবারও কি তেমন হবে- এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহামুদ চৌধুরী বলেন, ‘এটা তো ভিন্ন পরিবেশ, সেই কমিশনের কর্মাকান্ড মানুষ দেখেছে। সেই কমিশনের নির্বাচনও মানুষ দেখছে। তার ফলশ্রুতিতে বিএনপি প্রস্তাবনা দিয়েছে। সুতরাং আমরা আশা করছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন