সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-সাংবাদিকদের গাড়িতে হামলায় মামলা
জেলার কলাপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর ও সাংবাদিকদের বহনকারী গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আট থেকে দশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
বুধবার সন্ধ্যায় কলাপাড়া থানার এসআই নুরুল ইসলাম বাদল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
কলাপাড়া থানার এসআই মো. জাফরুল হাসানকে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তবে এ ঘটনায় সঙ্গে জড়িত কাউকে পুলিশ এখনও আটক করতে পারেনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে কলাপাড়ায় বিএনপি সমর্থিত প্রার্থী হুমায়ুন হাজীর নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে কলাপাড়া শহরের রহমতপুর গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিপুল হালদারের কর্ম-সমর্থকরা আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা চালিয়ে পাঁচটি মাইক্রেবাস ভাঙচুর করে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে সাংবাদিকদের বহনকারী গাড়িটিও ভাঙচুর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন