সাব্বিরকে আঘাত করে নিষিদ্ধ শেহজাদ
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ উত্তেজনা ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল রংপুর রাইডার্স মোহাম্মদ শেহজাদ ও রাজশাহী বুলসের সাব্বির রহমানের মধ্যকার উত্তেজনা এতেটাই চরম আকার ধারণ করে, একজন খেলোয়াড় আরেকজনকে ব্যাট দিয়ে আঘাত করতেও দ্বিধা করেননি। এই ঘটনা দৃষ্টি এড়ায়নি কারোই। দুজনের বিরুদ্ধেই বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে শাস্তির সুপারিশ করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।
রংপুরের আফগান ক্রিকেটার শেহজাদকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়। রাজশাহীর সাব্বিরকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। আম্পায়ারদের প্রতিবেদন ও টিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি। খেলোয়াড়রা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন বলে ম্যাচ শেষে কোনো শুনানি হয়নি।
দুজনের মধ্যে এই ঘটনার শুরুটা হয়েছিল ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে। সে ওভারের পঞ্চম এবং ম্যাচে নিজের প্রথম বল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখনই উইকেটের পেছন থেকে কিছু একটা বলেছিলেন শাহজাদ। হয়তো সেটা স্লেজিংয়ের মতো। কথাটা শুনে একমুহূর্তও দেরি করেননি সাব্বির। ব্যাট উঁচিয়ে তেড়ে যান আফগানিস্তানের এই খেলোয়াড়ের দিকে। ব্যাট দিয়ে প্রতিপক্ষ এই খেলোয়াড়কে তিনি আঘাত না করলেও দুই খেলোয়াড়ই তর্কে জড়িয়ে পড়েন। দুই দলের খেলোয়াড়রা এবং আম্পায়াররা গিয়ে দুজনকে শান্ত না করলে হয়তো ঘটনা অনেক দূর গড়াতে পারত।
এর রেশ দেখা গেল দ্বিতীয় ইনিংসেও। ম্যাচের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছিলেন রংপুরের আফগান ওপেনার শেহজাদ। উইকেট পড়ার আনন্দে তখন তাঁর পাশ দিয়ে উল্লাস করতে করতে যাচ্ছিলেন সাব্বির। তখনই তাঁকে ব্যাট দিয়ে আঘাত করেন এই আফগান ক্রিকেটার। শেহজাদের ব্যাটের আঘাতে মাটিতে পড়ে যান সাব্বির।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন