সাব্বিরকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা
চমক রেখেই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন রংপুরের অলরাউন্ডার আরিফুল হক। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। তবে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলার আসামি মোসাদ্দেক হোসেন দলে রয়েছেন।
আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টিতে ভালো খেলেছিলেন। তাই ধারণা করা হয়েছিল সৌম্য সরকার এ যাত্রায় টিকে যাবেন। কিন্তু শেষ অবধি তাঁর জায়গা মেলেনি। পড়তি ফর্মের কারণে বাদ পড়েছেন ওপেনার এনামুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরে এ ওপেনার যথেষ্ট সুযোগ পেয়েছিলেন। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি এনামুল।
সাত মাসের বিরতি দিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো খেলার পুরস্কারই তিনি পেয়েছেন। একই কারণে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্তও। তবে যাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছিল, সেই মুমিনুল হকের ঠাঁই হয়নি দলে। অথচ আয়ারল্যান্ড সফরে কী দুর্দান্তই না খেলেছেন তিনি।
১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপে অপর প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে মাশরাফি বিন মুর্তজারা দেশ ছাড়বেন ৯ সেপ্টেম্বর।
এশিয়া কাপে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন