সাব্বিরের কোন দোষ দেখছেন না স্যামি
রংপুর-রাজশাহীর ম্যাচের চেয়ে আলোচনার মূল কেন্দ্র ছিল সাব্বির-শাহজাদকে ঘিরে। ম্যাচ চলাকালীন ব্যাট করার সময় পেছন থেকে দৌড়ে এসে সাব্বিরকে ইঙ্গিত দিয়ে কিছু একটা বলেন রংপুরের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। তবে ঘটনার রেশ আরো বড় করেন শাহজাদ। মোহাম্মদ সামির বলে আউট হওয়ার পর সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করার অভিযোগ উঠে শাহজাদের উপর।
তবে এই ঘটনায় পর উভয় দলের ক্রিকেটাররা নিজেদের পক্ষ নিয়েই কথা বলছেন।একদিকে সাব্বিরের কোন দোষ দেখছেন না রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। সংবাদ সম্মেলনে স্যামি বলেন,
“অবশ্যই সেখানে কিছু হয়েছে। আমি তখন ওদের দিকে এগিয়ে গিয়েছিলাম কারণ শাহজাদ আমার বন্ধু। আমরা পিএসএলে এক সঙ্গে খেলেছি। ঘটনাটা জানার জন্য এগিয়ে গিয়েছিলাম। তবে অবশ্যই আমি জানার চেষ্টা করব কি হয়েছিল। আমার খেলোয়াড়কে কেউ আঘাত করলে অবশ্যই আমি চুপ থাকব না।”
অন্যদিকে সতীর্থ মোহাম্মদ শাহজাদেরও কোন দোষ দেখছেন না স্পিনার আরাফাত সানি। তিনি জানান, সাব্বির অভিনয় করলে আমাদের কি করার।
” প্রথম ঘটনায় আমি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলাম, তাই জানিনা কী হয়েছে। তবে পরের ঘটনাটা আমি টিভি রিপ্লেতে দেখেছি। আমার মনে হয় শাহজাদ কিছু করেনি। এখন সাব্বির যদি অভিনয় করে, তাহলে আমাদের কি করার।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন