রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাব্বির-আল আমিনের দোষ স্বীকার; কড়া হুঁশিয়ারি বিসিবি’র

চলতি বিপিএলে আফগান ক্রিকেটার মোহাম্মাদ শাহজাদ এবং সাব্বির রহমানের দ্বন্দ্বে এক ম্যাচ নিষিদ্ধ সহ জরিমানা করা হয়েছে। এবার মরার উপর খাড়ার ঘাঁ হয়ে ১২ লাখ টাকার বিশাল অঙ্কের জরিমানা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বাংলাদেশের তরুণ ক্রিকেটার সাব্বির রহমান এবং বোলার আল আমিন হোসেনকে ১২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কিন্তু হঠাৎ করে ঠিক কী কারণে এত বিশাল অঙ্কের জরিমানা করলো বিসিবি তা নিয়ে চলছে আলোচনা। তবে বিসিবি বলছে শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের এই জরিমানা করা হয়েছে।

কী ধরনের শৃঙ্খলা তারা ভঙ্গ করেছে তা না জানালেও বিপিএল গভর্নিং কাউন্সিলনের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক স্পষ্টভাবে জানিয়েছেন এটি ফিক্সিংয়ের কোনো ঘটনা নয়। তবে তাদেরকে কড়া হুশিয়ারি দিয়েছে বিসিবি।

তিনি জানিয়েছেন, ”শৃঙ্খলার ব্যাপারে আমরা কোনও সময় কোনও ছাড় দিব না। আমি পরিস্কার করে বলতে চাই এটা ফিক্সিং সংক্রান্ত কোনও ঘটনা নয়, এটা পুরোপুরি শৃঙ্খলাভঙ্গের ঘটনা ছিল। প্রত্যেক হোটেলে আমাদের দুই-তিনটা টিম কাজ করে। তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখেছি এবং দুই খেলোয়াড়ের শুনানি হয়েছে। তারা দুজনই দোষ স্বীকার করে নিয়েছে। এরপরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

জানা গেছে, ‘নারীঘটিত’ কেলেঙ্কারির কারণে শাস্তি ভোগ করতে হচ্ছে সাব্বির ও আল-আমিনকে। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মল্লিক সরাসরি তা বলতে অস্বীকার করলেন।

তারপরও তার কথাতে ইঙ্গিত ছিল নারীঘটিত বিষয়টিই, ‘এটা তো আসলে বলার মতো কিছু না। জনসম্মুখে এটা আমরা বলতে চাইছি না। আমরা ধরতে পেরেছি এবং শাস্তি দিতে পেরেছি-এটাই বড় বিষয়। এটার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চেয়েছি। তাদেরকে দেখে তরুণ খেলোয়াড়রা অনেক কিছু শিখবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের কাছে মনে হয়েছে একজন ক্রিকেটার হিসেবে এই কাজগুলো তাদের করা উচিত নয়। এই ব্যাপারে বোর্ড সভাপতির একটা কড়া নির্দেশ আমাদের ওপর সব সময়ই ছিল।’

কোনও ক্রিকেটার শৃঙ্খলাভঙ্গ করলে ভবিষ্যতে আরও কঠোর হবে বিসিবি। এমন ইঙ্গিত দিয়ে ইসমাইল হায়দার বলেন, ‘এটা পরিস্কার যেই অন্যায় করবে, খুব অল্প সময়ের মধ্যে তদন্ত করে আমরা তাকে শাস্তি দিব। আগের চেয়ে খেলোয়াড়দের মধ্যে আচরণগত অনেক পরিবর্তন হয়েছে। দুই-একটি ঘটনা ঘটবেই। ঘটার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিচ্ছি। আমার ধারণা ভবিষ্যতে এই কাজ তারা (সাব্বির ও আল-আমিন) আর করবে না। এর মাধ্যমে আমাদের অন্য খেলোয়াড়রাও সাবধান হয়ে যাবে।’

দল জিতলে উৎসব হয়। বেশির ভাগ ক্ষেত্রেই সেই উৎসব গভীর রাতে হয়ে যায়। সেখানে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, কিংবা ফ্র্যাঞ্চাইজির এই পরিবেশ পরিবর্তন করা প্রয়োজন মনে করেন কিনা জানতে চাইলে মল্লিক বলেছেন, ”উৎসব হতেই পারে, টি-টোয়েন্টি ফরম্যাটকে ঘিরে সব সময়ই আছে। সব দেশেই বিদ্যমান। কেউ জিতলে ১২টা পর উদযাপন করে, কেউ হারলেও খেলোয়াড়দের চাঙ্গা রাখতে উদযাপন করে। উৎসব বন্ধ বা উৎসবের প্রতি নেতিবাচক মনোভাব নেই আমার। সেটা যেন মাত্রা ছাড়িয়ে না যায় বা আমাদের কোনও খেলোয়াড় শৃঙ্খলা ভেঙ্গে কোনও কাজ না করে সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

তিনি আরও যোগ করেন, ”খেলোয়াড়রা সবাই সচেতন। মাঝে মাঝে দুই-এতটা ভুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা শাস্তি ভোগ করছে। আবার নিজেকে সংশোধন করে কামব্যাক করছে। সন্তান ভুল করলে বাবা-মা কিন্তু সন্তানকে শাসন করে। তারপরই কিন্তু ভুল পথ থেকে সন্তানকে ফিরিয়ে আনার দায়িত্বও নেয়। একইভাবে বিসিবি যেহেতু ক্রিকেটারদের অভিভাবক, তাই বিসিবি এই ব্যাপারে কোনও ছাড় দিচ্ছে না। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজির ব্যাপারেও আমাদের নিয়ন্ত্রণ কঠোর থাকবে।”

উল্লেখ্য, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দলের দুই ক্রিকেটারের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সাব্বির রহমানকে তার চুক্তির ৩০ শতাংশ, মানে ১২ লাখ এবং আল-আমিন হোসেনকে চুক্তির ৫০ শতাংশ, মানে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে।

বিপিএলে সাব্বির রহমান চুক্তিবদ্ধ হয়েছেন ৪০ লাখ টাকায় এবং অাল আমিন ২৫ লাখ টাকায়। সেখান থেকেই তাদের জরিমানা টাকা কেটে নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি