সাভারে চলন্ত বাসে ডাকাতি, আহত ৫
সাভারে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার দিকে যাত্রীবাহী বাসটি চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা ডাকাত দলের তিন সদস্য মহাসড়কের রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর শামীম নামে এক যাত্রীসহ আরও কয়েকজনকে ছুরিকাঘাত ও মারধর শুরু করে। পরে অন্য যাত্রীদের প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে বিপিএটিসি’র গেটের সামনে নেমে পালিয়ে যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৯ ব্যাচের শিক্ষার্থী অনুপ সরকার দীপ বলেন, “সন্ধ্যা পৌনে সাতটার দিকে রেডিও কলোনি থেকে তিনজন ডাকাত যাত্রীবাহী লোকাল বাসে উঠে যাত্রীদের সব মালামাল লুট করে। বাসের ড্রাইভারও ডাকাতদের এমএইচ গেটে নামিয়ে দিয়ে পালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হেলপারকে আটক করা হয়েছে। একজন বেশ আহত হয়েছেন।”
এ বিষয়ে পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও বাসের চালক এবং হেলপারকে হেফাজতে রাখা হয়েছে।
ওয়েলকাম পরিবহনের একজন প্রতিনিধি সংবাদমাধ্যমকে বলেন, “মহাসড়কের বিপিএটিসি এলাকা থেকে ডাকাতরা বাসে উঠে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। বাসসহ এর চালক ও হেলপার আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।”
জাবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. নিংতম ও ডা. মামুন বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একজন রোগীকে মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। তিনি গুরুতর আহত ছিলেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম হসপিটালে পাঠিয়ে দিই। রোগীর সঙ্গে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারি, তার কাছ থেকে নগদ ১০,০০০ টাকা ও আইফোন নিয়ে গেছে। সঙ্গে থাকা ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করা হয়। বুকের ঠিক নিচে পেটে ছুরির আঘাত গুরুতর। আমাদের প্রটোকলে অ্যাম্বুলেন্স দেওয়ার নিয়ম না থাকলেও অবস্থার পরিপ্রেক্ষিতে মানবতা বিবেচনা করে তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে এনামে চিকিৎসার জন্য পাঠানো হয়। রোগীর নাম শামীম। বয়স ৩৫ এর কাছাকাছি। শ্রীপুর বাড়ি।”
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসান মাহবুব বলেন, “শামীম নামে ছুরিকাঘাতে আহত একজনকে আনা হয়েছে। তার বুকসহ বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা হাসান আরিফ আর নেই
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ডোপ টেস্টে গ্রেপ্তার দুজন ‘পজিটিভ’
প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের নিহতের ঘটনায় গ্রেপ্তারবিস্তারিত পড়ুন
সেন্টমার্টিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দেশের প্রবাল সমৃদ্ধ একমাত্র দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার পর্যটকবিস্তারিত পড়ুন