সাভারে দুই তরুণীকে ধর্ষণ, দুজন রিমান্ডে
ঢাকার সাভারে অভিনয়ে সুযোগ দেওয়ার কথা বলে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার বিচারিক হাকিম তৌহিদ আল আজাদ এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল জানান, ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আজ শনিবার বিকেলে সাভার মডেল থানার পুলিশ গ্রেপ্তার দুজনকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মোকাররম (১৮) ও মিজানুর রহমান (২৭)।
আজ দুপুর ১২টার দিকে সাভার মডেল থানা থেকে প্রিজনভ্যানে করে গ্রেপ্তার মোকাররম ও মিজানকে আদালতে পাঠানো হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, গতকাল শুক্রবার সাভারের একটি স্থানে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় তাঁদের একজন বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলায় মোকাররম, মিজান ও লিটন মণ্ডলকে আসামি করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলার প্রধান আসামি লিটন মণ্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
ওসি বলেন, গতকালই ওই দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ওসির ভাষ্য, গতকাল ভোরে অভিনয়ে সুযোগ দেওয়ার কথা বলে গাজীপুরের কোনাবাড়ী থেকে পরিচিত দুই তরুণীকে ডেকে আনেন আসামিরা। পরে সাভারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দোতলার কক্ষে আটকে রেখে ওই তরুণীদের ধর্ষণ করা হয়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। এ সময় মোকাররম ও মিজানকে গ্রেপ্তার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন