সাভারে পূর্ব শক্রুতার জের স্কুলছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম
পূর্ব শক্রুতার জের ধরে সাভারে দুই স্কুলছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
বুধবার সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁমে এ ঘটনা ঘটে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- কৃষক আলমাস হোসেন (৪০) ও তার বড় ছেলে রেডিয়ান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এমদাদ হোসেন (১৫), ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহাদত হোসেন (১৪), আত্মীয় রাহেমা (৩৫) ও রাহেমার ছেলে তানভীর আহমেদ (১৯)। তাদের বাড়ি উপজেলার বনগ্রাম এলাকায়।
সূত্র জানায়, সকালে ওই এলাকায় কৃষক আলমাস হোসেনের বাড়িতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে প্রবেশ করে। এসময় কৃষক আলমাস হোসেন ও দুই ছেলে এমদাদ হোসেন ও শাহাদত হোসেনকে কিছু বুঝার আগে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাদের চিৎকারে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা আলমাসের আত্মীয় রাহেমা ও তার ছেলে তানভীর আহমেদকেও কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীরা তাদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
পরে পরিবারের অন্য সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করে।
সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন
সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,বিস্তারিত পড়ুন