সাভারে পূর্ব শক্রুতার জের স্কুলছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম

পূর্ব শক্রুতার জের ধরে সাভারে দুই স্কুলছাত্রসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
বুধবার সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁমে এ ঘটনা ঘটে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- কৃষক আলমাস হোসেন (৪০) ও তার বড় ছেলে রেডিয়ান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এমদাদ হোসেন (১৫), ছোট ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহাদত হোসেন (১৪), আত্মীয় রাহেমা (৩৫) ও রাহেমার ছেলে তানভীর আহমেদ (১৯)। তাদের বাড়ি উপজেলার বনগ্রাম এলাকায়।
সূত্র জানায়, সকালে ওই এলাকায় কৃষক আলমাস হোসেনের বাড়িতে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে প্রবেশ করে। এসময় কৃষক আলমাস হোসেন ও দুই ছেলে এমদাদ হোসেন ও শাহাদত হোসেনকে কিছু বুঝার আগে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাদের চিৎকারে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা আলমাসের আত্মীয় রাহেমা ও তার ছেলে তানভীর আহমেদকেও কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীরা তাদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
পরে পরিবারের অন্য সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও কেয়ার হাসপাতালে ভর্তি করে।
সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন