সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর উপকণ্ঠ সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এ বিক্ষোভ হয়।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেডের তিন শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে গত আগস্ট ও সেপ্টেম্বরের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাসের বকেয়া বেতন না পাওয়ায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। ভাড়ার টাকা পরিশোধ করতে না পারায় তাঁদের কয়েকজনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বাড়িওয়ালারা। বেতন না পাওয়া পর্যন্ত তাঁরা কারখানায় অবস্থান করবেন।
এদিকে, বকেয়া কয়েক মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় আজ সকালে ওই পোশাক কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেডের পরিচালক ওবায়দুর রহমান খান বলেন, ‘শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সাভার শিল্প পুলিশের পরিদর্শক হারুনুর রশীদ বলেন, ‘শ্রমিকদের বেতন দেওয়ার জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে যাচ্ছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন