সাভারে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

জাল ভোট ও নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গোলাম মোস্তফা নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি এ নির্বাচন বাতিল করে পুনরায় ভোট নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, সীমানা জটিলতার কারণে সাভার সদর ইউনিয়নের নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়। সীমানা জটিলতা নিরসন না করেই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে এই ইউপিতে ভোটের তফসিল ঘোষণা করে।
এ ছাড়া ভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় কোনোরকম ব্যানার, ফেস্টুন ও প্রচার চালাতে দেননি আওয়ামী লীগের প্রার্থী সোহেল রানা। এমনকি পুলিশ দিয়ে হয়রানি করে বাড়িছাড়া করে রাখেন বলেও অভিযোগ করেন বিএনপি প্রার্থী।
গোলাম মোস্তফা দাবি করেন, নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মেরে রেখেছেন। সকালে কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে।
আজ সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন জেলায় প্রায় পৌনে চারশ ইউপিতে ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে অধিকাংশ কেন্দ্রের ভোট আগে নির্বাচনের সময় অনিয়মের কারণে স্থগিত করা হয়েছিল। এ ছাড়া বিলুপ্ত ছিটমহলে প্রথমবারের মতো আজ ভোট হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন