সাভারে বিএনপি মেয়র প্রার্থীর বাসায় গুলি, ভাঙচুর

সাভারে বিএনপির মেয়র প্রার্থী বদিউজ্জামান বদির বাসভবনে হামলা, গুলি ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বিএনপির পাঁচ জন সমর্থক আহত হয়েছে। এই হামলার জন্য যুবলীগ নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
আজ রবিবার বিকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বদিউজ্জামান বদির বাসায় এই হামলার ঘটনা ঘটে।
বদিউজ্জামানের ছোট ভাই মাসুদ অভিযোগ করে বলেন, বিকালে তারা নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বাসায় বসে সমর্থকদের নিয়ে আলোচনা করছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল গনির বড় ছেলে ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনের নেতৃত্বে যুবলীগের ৮-১০ জন নেতাকর্মী মোটরসাইকেল যোগে এসে এলাপাথাড়ি প্রায় পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।
এসময় তারা বাড়ির ভেতরে প্রবেশ করে হকিস্টিক দিয়ে চেয়ার, জানালাসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করতে থাকে। এসময় বিএনপি কর্মীরা তাদের বাঁধা দিতে গেলে পাঁচ জনকে পিটিয়ে আহত করে তুহিনের লোকেরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
তবে এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, তারা ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, নাশকতাসহ বিভিন্ন মামলায় আজ জামিন পাওয়ার পর মেয়র প্রার্থী বদিউজ্জামানের আজই প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন