সাভারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি
সাভারে ১০ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে তার বড় বোন আজ মঙ্গলবার ভোরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস ইউনিটে পাঠায়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আমজাদুল হক জানান, সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লা থেকে শিশুটির বড় বোন ও ভগ্নিপতি মঙ্গলবার ভোর পৌনে সাতটার দিকে শিশুটিকে নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সোমবার দিবাগত রাতের কোন এক সময় ধর্ষণ করা হতে পারে। শিশুটির গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত শিকিৎসা ও আইনি সহায়তা পাওয়ার সুবিধার্থে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস ইউনিটে পাঠনো হয়েছে।
এলাকাবাসী জানায়, শিশুটির গ্রামের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলায়। দেড় বছরের ছোট ভাইসহ শিশুটি মাকে নিয়ে সাভারের আড়াপাড়ায় একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে। বিভিন্ন বাসা বাড়িতে রান্নার কাজ করে তার বিধবা মা জীবিকা নির্বাহ করে বলে জানা যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, অভিযুক্ত ধর্ষণকারীকে সনাক্ত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে বলে আশাবাদী তিনি।
এএসপি মাহাবুবুর রহমান আরো বলেন, সাভার থানা পুলিশের একটি দল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটির পরিবারের সদস্যদের সাথে আলাপ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন