সামাজিক যোগাযোগমাধ্যমেও সেরা রোনালদো
স্বপ্নের মতো একটা বছরই কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে জিতলেন চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা। জাতীয় দল পর্তুগালের জার্সি গায়েও জিতেছেন ইউরো কাপে শিরোপা। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও যে চতুর্থবারের মতো তাঁর হাতেই উঠেছে, তা বলাই বাহুল্য। ২০১৬ সালে মাঠের বাইরেও রোনালদোর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও রোনালদো পেছনে ফেলেছেন অনেককে।
শুধু ফুটবল না, ২০১৬ সালে সব ক্রীড়াবিদের হিসেবেই রোনালদো সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের তিনটি ও ইন্সটাগ্রামে সবচেয়ে সাড়া জাগানো পাঁচটি পোস্টই ছিল পর্তুগিজ এই তারকার। পোস্টগুলোতে লাইক, শেয়ার বা কমেন্টে করেছে প্রায় তিন কোটি চার লাখ মানুষ।
ফেসবুকে রোনালদো আলোড়ন তুলেছেন তিনটি ছবি দিয়ে। একটিতে তাঁকে দেখা গেছে ইউরো কাপের ট্রফি হাতে। অন্যটিতে তিনি ছেলের জন্মদিন উদযাপন করছেন বিশাল এক কেক নিয়ে। আর অপরটি ইউরো কাপের ট্রফি নিয়ে পুরো পর্তুগাল দলের সঙ্গে।
ইন্সটাগ্রামেও রোনালদোর ইউরো কাপের ট্রফি হাতে ছবিগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। আর মাঠের বাইরের হিসেবে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছিল দুটি ছবি। একটিতে রোনালদোকে দেখা গেছে তাঁর নতুন গাড়ির সামনে আর অপরটিতে রোনালদো ছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাসন স্টাটহ্যামের সঙ্গে।
ফেসবুক আর ইন্সটাগ্রামে রোনালদোর আধিপত্য থাকলেও টুইটারে অবশ্য তাঁকে পেছনে ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক তারকা সিমোন বেলিস। সুইডিশ তারকা জ্ল্বাতান ইব্রাহিমোভিচের ম্যানচেস্টার ইউনাইটেডে আসার টুইটটিতে সাড়া দিয়েছিলেন প্রায় পাঁচ লাখ মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন