সোমবার, অক্টোবর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সারাদেশে পুলিশের এই বিশেষ ইউনিট, কেন?

বরিশাল সহ সারাদেশে একযোগে মাঠে নেমেছে পুলিশের বিশেষ ইউনিট ‘অপস এন্ড ইন্টেলিজেন্স সেল’। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মধ্য থেকে গঠিত পুলিশের বিশেষ এই ইউনিট ইতোমধ্যে তাদের প্রশাসনিক এবং মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। সরকারের সাম্প্রতিক এক আদেশে পুলিশের এই বিশেষ ইউনিট অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতো মাদক, অস্ত্র ও বোমা উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার ও প্রতিরোধ এবং চোরাচালান প্রতিরোধে কাজ শুরু করেছে। বরিশাল বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য একজন পুলিশ সুপারের নেতৃত্বে জনবল নিয়োগও সম্পন্ন হয়েছে। বিভাগের ৬ জেলায় অপস এন্ড ইন্টেলিজেন্স সেলের জন্য ২জন অতিরিক্ত পুলিশ সুপার, ৪জন সহকারী পুলিশ সুপার, ৪জন পরিদর্শক, ১০জন এসআই, ১০জন এএসআই এবং ৫০জন কনস্টেবলের পদ সৃস্টি করা হয়েছে।

ইতিমধ্যে এপিবিএন’র ১জন পুলিশ সুপার, ১জন সহকারী পুলিশ সুপার, ৪জন পরিদর্শক, ৩জন এসআই, ১০জন এএসআই ও ৫০জন কনস্টেবল সৃষ্ট পদে যোগদান করেছেন। প্রয়োজনীয় যানবাহন এবং অস্ত্রও দেয়া হয়েছে এই সেলের জন্য। নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন আর্মড পুলিশ ব্যাটালিয়ন কমপ্লেক্সে এই সেলের কার্যক্রম শুরু হয়েছে পহেলা নভেম্বর থেকে। এপিবিএন সূত্র জানায়, ১৯৭৯ সালে এপিবিএন আইনের ৬ ধারায় আর্মড পুলিশের মাদক, অস্ত্র ও বোমা উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং চোরাচালান প্রতিরোধের সুযোগ ছিল। ওই আইন অনুযায়ী গঠন করা হয়েছে অপস এন্ড ইন্টেলিজেন্স সেল। এর ফলে এখন থেকে বিশেষ এই সেল র‌্যাব, পুলিশের মতই স্বাধীনভাবে পরিসীমার মধ্যে অভিযান করতে পারবে। অপরাধী গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মামলা করা এমনকি মামলার তদন্তও করতে পারবে বিশেষ সেল।

অপস এন্ড ইন্টেলিজেন্স সেলে সদ্য যোগদানকারী পরিদর্শক আলী আহমেদ জানান, এখন থেকে তারা গোটা বিভাগে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, বোমা, চোরাচালান, মাদক উদ্ধারে পারবেন। সরাসরি অভিযান চালিয়ে নগরীর কেডিসি বস্তি সহ দুটি অভিযানে সাফল্যও পেয়েছেন। অভিযানের পাশাপাশি তারা মামলার তদন্তও করতে পারবেন। সেলের এএসপি আবুল বাশার জানান, র‌্যাব গঠিত হয়েছে এপিবিএন আইনে। বাংলাদেশ পুলিশ মনে করে এপিবিএন’কে অপারেশনে নামানো প্রয়োজন। যে কারনে গঠন করা হয়েছে অপস এন্ড ইন্টেলিজেন্স সেল। সেলের বরিশাল বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্বে থাকা এপিবিএন পুলিশ সুপার আবু নাসের মো. খালেদ বলেন, আগে থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও নভেম্বর থেকে বিশেষ সেল মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। এই সেলের কার্যক্রমে জনগনের সহায়তা চান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে