শনিবার, অক্টোবর ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

দেশের চার জেলা সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও পঞ্চগড়ে বজ্রপাতে শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে শিশুসহ ৩ জন মারা গেছে ও ১ শিশু আহত হয়েছে।

নিহতরা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামের খায়রুন বেগম (১৩), একই উপজেলার ফখরুল ইসলাম (১৪) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসামুড়া গ্রামের আব্দুল খালেক (৬৫)।

বৃহস্পতিবার সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসামুড়া গ্রামে ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামে আবিদ আলীর মেয়ে বসার ঘরের দরজার সামনে বসে ছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে একই উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবুল হোসেনের ছেলে ফখরুল তার চাচাতো ভাই মাজেদুলকে (৮) নিয়ে বাড়ির পাশে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে ফখরুল মারা যায় ও মাজেদুল আহত হয়। আহত মাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, উপজেলার আসামুড়া গ্রামের আব্দুল খালেক বাড়ির পাশে মাছ ধরতে গেলে এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জমিনপুর ও দুর্লভপুরে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় বৃহস্পতিবার এক শিশুসহ ৫ জন মারা গেছে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত ঘটলে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জমিনপুরে টিনের চালায় আশ্রয় নেওয়া ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে মাদারীপুরের তাবলীগ জামায়াতের তিন সদস্য রয়েছে। নিহতরা হচ্ছেন-জমিনপুরের রফিকুল ইসলাম (৩৫), মাদারীপুরের সোনঘাট কালাইমারির আব্দুল হাকিম (৬০), কায়িলয়াচরের তালেব আলী (৬০) ও গুচ্ছগ্রামের হারুন খান (৬০)। এদিকে একই সময় বজ্রপাতের ঘটনায় দুর্লভপুরের তাজেমুল হকের মেয়ে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী বুলি খাতুন (৮) নিহত হয়। এসময় আহত হয় একই এলাকার পিয়ারা খাতুন ও সিফা খাতুন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তোজাম্মেল হকের ছেলে রকিকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বজ্রপাতে মহির উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছে। মহির উদ্দীন উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান গ্রামের স্থানীয় বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কাটলা ইউনিয়নের শৈলান পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের ন্যায় মহির উদ্দীন বাড়ির পাশেই জমিতে গরুর ঘাস কাটতে যায়। সন্ধ্যায় ফিরে আসার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় বজ্রপাতে হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় একই উপজেলার টুনিরহাট এলাকার হাসি আকতার নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়। বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হচ্ছিল। রাতে বৃষ্টিপাতের সাথে প্রচণ্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রাম এলাকার হাবিবুর রহমান ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে কামাত কাজলদীঘি ইউনিয়নের হাসিবুল ইসলামের মেয়ে হাসি আকতার বাড়িতে গৃহস্থলী কাজ করছিল। বজ্রপাতের কারণে সে আহত হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন বজ্রপাতে হাবিবুর রহমান নামে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত

দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ