সারা রাত নাচানাচি করতাম : বাপ্পি

ছোটবেলার পূজার আনন্দটা অনেক বেশি ছিল। তখনকার মজাটাই ছিল অন্যরকম। সে সময় সারা রাত নাচানাচি করতাম। এখন আর সেভাবে করা হয়ে উঠে না। এখন শুধু সেই আনন্দটা অনুভব করি।
সারা বছর শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়। তাই পূজার কারণে কয়েকদিন ছুটি নিয়েছি। দশ তারিখ পর্যন্ত কোনো শুটিং করব না। এ চার দিন পরিবারের সঙ্গে সময় কাটাব।
নারায়ণগঞ্জের সবগুলো মণ্ডপ ঘুরে বেড়াব। এছাড়া নরসিংদী, মাইজদি যাব। তাছাড়া এবার কুমিল্লা যাওয়ার পরিকল্পনা রয়েছে। কুমিল্লায় অনেক বড় বড় পূজা মণ্ডপ রয়েছে।
চলচ্চিত্রে কাজ করার পর থেকে রাত ১২-১টার দিকে পূজা মণ্ডপে যাই। তখন লোক একটু কম থাকে। মাস্ক পরে মণ্ডপগুলোতে যেতে হয়। এরপরও মানুষ চিনে ফেলে তখন একটু ভিড় হয়। আর এ ভিড়টা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পছন্দ করি। আর যখন তারকা ছিলাম না তখনকার অনুভূতিটা এখন আর পাই না।
পূজায় খাবার-দাবারের আহামরি কোনো মেনু থাকে না। স্বাভাবিক খাবারই আমি পছন্দ করি। ড্রেসের ব্যাপারে আমি সবসময় পাঞ্জাবী-পাজামা পরি। এবারও তাই পরব।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন