সার্চ কমিটি গঠনের নামে তামাশা বন্ধ করুন : দুদু
সার্চ কমিটি গঠনের নামে সরকার তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় সংসদ আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে যথাস্থানে পুনঃবহালের দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা না করে সার্স কমিটি গঠন করে কি হবে। তাই এই কমিটি গঠনের নামে তামাশা অবিলম্বে বন্ধ করতে হবে।
গণতন্ত্র নির্বাচন এবং পারস্পারিক শ্রদ্ধাবোধ ছাড়া আমাদের কোনো পথ নেই এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, জাতীয় নেতাদের শ্রদ্ধা করার মধ্য দিয়েই আমরা কেবল দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে পারি।
দুই নেত্রীর (হাসিনা, খালেদা) মিলিত প্রচেষ্টা ছাড়া দেশের চলমান সংকট নিরসন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন,জাতীয় নেতাদের শ্রদ্ধা করার মধ্য দিয়েই আমাদের আগামী দিনগুলোতে এগুতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন