রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সার্জিক্যাল স্ট্রাইকে’ নিহতদের লাশ গেল কই?

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের রণপ্রস্তুতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটা হলো- পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’।

‘সার্জিক্যাল স্ট্রাইক’ সফল দাবি করে ঘটা করে সংবাদ সম্মেলন করেছিল ভারতীয় সেনাবাহিনী।

অন্যদিকে, বিষয়টি ‘ভিত্তিহীন’ প্রমাণে ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র সাতটি স্পটের দুটিতে সাংবাদিকদের ঘুরিয়ে এনেছে পাকিস্তান সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনী সংবাদ সম্মেলনে দাবি করেছে, স্পেশাল ফোর্সের প্যারা-কমান্ডোর হেলিকপ্টার ব্যবহার করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরে সাতটি জঙ্গি ‘লঞ্চ প্যাডে’ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে।

তাদের দাবি, অত্যন্ত দক্ষতার সঙ্গে প্যারা-কমান্ডোরা সফলভাবে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ সম্পন্ন করে। এতে সাতটি জঙ্গি ‘লঞ্চ প্যাড’ ধ্বংস এবং ‘বহু’ জঙ্গি হতাহত হয়। অবশ্য সংবাদ সম্মেলনে, হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।

তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে সার্জিক্যাল স্ট্রাইকে প্রায় ৪০ জন নিহত হয়েছে বলে দাবি করে।

পাকিস্তান তাদের দুই সেনা নিহত এবং নয়জন আহতের বিষয়টি স্বীকার করলেও ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র দাবি নাকচ করে দিয়েছে। তাদের দাবি, ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে ওই দুই সেনা নিহত ও নয়জন আহত হয়েছেন।

একই সঙ্গে পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, পাক বাহিনীর পাল্টা হামলায় দুটি স্পটে ১৪ ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া এক ভারতীয় সেনাকে আটক করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানালেও, তারা কোনো সংখ্যা উল্লেখ করেনি।

অবশ্য ভারত তাদের এক সেনা নিখোঁজের বিষয়টি স্বীকার করে বলেছে, ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র পর ওই সেনা ‘ভুলক্রমে’ সীমান্ত অতিক্রম করে আটক হয়েছে। তাকে ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এমনকি পাকিস্তানের একাধিক চ্যানেল ‘নিহত কয়েকজন ভারতীয় সেনার’ লাশের ফুটেজও প্রচার করেছে। সেনা সূত্রের বরাত দিয়ে বলা হয়, ভারতীয় বাহিনীর হামলার ভয়ে লাশগুলো আনতে পারছে না পাক বাহিনী।

তবে ভারতের সেনাবাহিনী এমন দাবি উড়িয়ে দিয়ে বলেছে, পুরনো ফুটেজ সম্পাদনা করে ওই ভিডিও ফুটেজ বানানো হয়েছে। ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ অংশ নেয়া সব প্যারা-কমান্ডো অভিযান শেষে নিরাপদে ফিরেছেন।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে তাদের দুই সেনার জানাজা হয়েছে। তবে সেখানে অন্য কারও জানাজা ও দাফনের খবর পাওয়া যায়নি। এমনকি সেখানকার কোনো পরিবার তাদের কোনো সদস্য নিহত হয়েছে বলেও গণমাধ্যমকে জানায়নি।

সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে দাবি করা হয়েছিল, ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ হেলবর্ন (হেলিকপ্টার ব্যবহার করে অভিযান যাওয়া) সদস্যদের ব্যবহার করা হয়েছে। পরে অবশ্য ব্যাখ্যায় বলা হয়, ওই হেলিকপ্টার লাইন অব কট্রোল (সামীন্ত) অতিক্রম করেনি।

সবকিছু মিলিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বিতর্ক থামছে না। দুই দেশের সেনাবাহিনী ও সংবাদমাধ্যম নিজেদের মতো করে বিষয়টি উপস্থাপন করে আসছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ