সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে উত্তাল ভারত ও পাকিস্তান

ভারত ও পাকিস্তানের গণমাধ্যম জুড়ে কেবল একটিই শব্দ বারবার আলোচিত হচ্ছে। তা হচ্ছে, ‘সার্জিক্যাল স্ট্রাইক।’ বৃহস্পতিবার কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এলাকায় উভয়পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। ভারতের দাবি, এটা ভারতের অভিযান, যার নাম সার্জিক্যাল স্ট্রাইক। অন্যদিকে পাকিস্তানের দাবি এলওসি লঙ্ঘন করেছে ভারত।

তবে দিনশেষে আলোচনায় ওঠে এসেছে একটিই শব্দ, ‘সার্জিক্যাল স্ট্রাইক।’ বিষয়টি নিয়ে নিজেদের সামরিক বিশ্লেষকদের মত নিয়ে ব্যাখ্যা করছে উভয় দেশের গনমাধ্যম।

ভারতের সামরিক বিশেষজ্ঞেদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক একটি সামরিক অভিযানের নাম। যেখানে কেবল লক্ষ্যবস্তুতেই আঘাত করা হয়। নির্দিষ্ট লক্ষ্যবস্তুর শতভাগ ধ্বংস করা হয়। কিন্তু এর আশেপাশে যেনো কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হয়।

ভারতের বিমানবাহিনীর সাবেক প্রধান ফালি হমি মেজর জানান, ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ আক্রমনটা করা হয় হিসেব করে। নিশ্চিত করতে হয় যে লক্ষ্যবস্তুই কেবল শতভাগ ধ্বংস হয়ে যাবে। যা প্রতিপক্ষকে ভাবনারও সময় দেয় না। তিনি দাবি করেন, কাশ্মীরে ‘পরিচালিত’ ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ‘যথাযথ’ই ছিল।

সার্জিক্যাল স্ট্রাইক বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল শঙ্কর প্রসাদ জানান, এ ধরনের অভিযানে দ্রুত হামলা করতে হয়। নিজেদের ক্ষয়ক্ষতি না করেই নিরাপদে ফিরে আসতে হয়। প্রতিটি সদস্য অভিযানের খুঁটিনাটি সম্পর্কে অবহিত থাকে এবং সবারই নির্দিষ্ট দায়িত্ব থাকে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে অভিযানটি নিয়ে কথা বলেছেন দেশটির সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল শঙ্কর রায় চৌধুরী। তিনি জানান, চিকিৎসকরা অস্ত্রোপচারের সময় কেবল নির্দিষ্ট জায়গাতেই কাঁটা ছেড়া করেন। শরীরের অন্যান্য এলাকায় এর কারণে কাঁটা ছেড়া হয় না। সার্জিক্যাল স্ট্রাইক এমনই একটি অভিযান। নির্দিষ্ট এলাকার ওপর দিয়েই সব যাবে। আশেপাশে কিছু হবে না।

ভারতের দাবি বৃহস্পতিবার রাত সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সাতটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে।

তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এটিই যে ভারতের প্রথম সার্জিক্যাল স্ট্রাইক তা নয়। চলতি বছর জুনে মিয়ানমারে ‘জঙ্গি ঘাঁটি’ নিমূর্ল করতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী। ‘বিদ্রোহী’ দমনে শ্রীলংকায়ও এ অভিযান চালায় ভারত।

এদিকে পাকিস্তানের দাবি সার্জিক্যাল স্ট্রাইকের নামে এলওসি আচরণ ভঙ্গ করেছে ভারত। সার্জিক্যাল স্ট্রাইক কী? পাকিস্তানের ডনও নেমে পড়েছে বিশ্লেষণে।

পাকিস্তানের আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লে. জেনারেল বাজওয়া ভারতের ওই অভিযানকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলতে নারাজ। তিনি দাবি করেন, এটা এলওসি অতিক্রম করে গোলাগুলি করা। যা ভারত করেছে। গোলাগুলিতে ব্যবহার করা হয়েছে ছোট অস্ত্র ও মর্টার। এর আগেও এসব ব্যবহার করেই গোলাগুলি করেছে। তিনি বলেন, ‘আমরাও যথাযথ জবাব দিয়েছি।’

লে. জেনারেল বাজওয়া দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইক আসলে ভারতের একটি ‘মন্ত্র’ যা দিয়ে ব্যবহার করা হচ্ছে দেশটির বাসিন্দাদের।

দেশটির অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল শাহজাদ চৌধুরী বলেন, সার্জিক্যাল স্ট্রাইক অতর্কিতে হয়। এটা ব্যাপক কোনো হামলা নয়। আর এ অভিযানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে ক্ষয়ক্ষতি হয় না। শাহজাদ চৌধুরী দাবি করেন, বৃহস্পতিবার ভারত যা করল তা মোটেও ওই ধরনের অভিযান নয়। ভারত বরং এলওসি লঙ্ঘন করেছে।

শাহজাদ চৌধুরী বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে। কেবল বোকারাই বিশ্বাস করবে এ অবস্থায় সন্ত্রাসীরা ওই এলাকায় থাকবে বা অনুপ্রবেশ করবে। উভয় সেনাবাহিনী যখন সতর্ক, তখন তা ভাবাই উদ্ভট।

পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক হাসান আসকারির দাবি আকাশ পথে অভিযানের ক্ষেত্রে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ব্যবহার করা হয়। আসকারি বলেন, ‘এটা ছিল ভূমির মাধ্যমে হামলা। ভারতীয় সেনারা নিজেদের এলাকা থেকে গুলি করে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ