সার কারখানা বন্ধ রেখে বিদ্যুৎ উৎপাদন : জ্বালানি উপদেষ্টা

যমুনা ছাড়া সব সার কারখানায় মার্চ থেকে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
আজ বুধবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, গ্রীষ্ম মৌসুমে সেচ ও গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ওই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩৫ মেগাওয়াট ক্ষমতার চারটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রামে এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হবে প্রাকৃতিক গ্যাস ও তেল। এ ছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছয় হাজার পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তৌফিক-ই-ইলাহী বলেন, ‘অন্যান্য বছর যেভাবে করেছি, সামনের মাস থেকে ফার্টিলাইজার প্ল্যান্টগুলোকে (সার কারখানা) পর্যায়ক্রমে বন্ধ করে দেব। যমুনা ছাড়া বাকি সার কারখানাগুলোয় তারা মেইনটেন্যান্স কাজ করবে। তাতে কিছু আমাদের গ্যাস সাশ্রয় হবে। এটা অন্য বছরও করেছি। সেই গ্যাসের সাশ্রয় হলে আমরা মনে করি, বিদ্যুৎকেন্দ্রকে আরো বেশি গ্যাস দিতে পারব। বর্তমানে যে পলিসি আমরা ফলো করছি সেটা হলো, বিদ্যুৎ যা-ই চাইবে শিল্প, আমরা তা-ই দেব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন