সালমনের সম্পর্ক সঙ্গীতা বিজলানির সঙ্গে অটুট ?

ঐশ্বরিয়া থেকে ক্যাটরিনা কাইফ বা জারিন খান, স্নেহা উলাল। সালমান খানের বান্ধবীর তালিকাটা কিন্তু বেশ বড় । আর হবে বা না কেন, বলিউডের ‘ভাইজান’ বলে কথা । তাই, বি টাউনে নতুন কোনও নায়িকা হোক বা নতুন কারও ডেবিউ, সব কিছুতেই সবাই যেন ভাইজানের আশির্বাদ চান। আর তিনিও এগিয়ে যান সমান ভাবে। আর এই করেই ক্রমশ বেড়েছে তাঁর গুনমুগ্ধের সংখ্যা। আর তাই, সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও, সাবেক বান্ধবীরা কিন্তু, ভাইজানের সংস্পর্শে থেকেই যান।
যেমন দেখুন না, ক্যাটরিনা কাইফকে। রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর ফের সলমনের সঙ্গে তার জুড়তে শুরু করেছে বি টাউনের ওই নায়িকার। এমনকি, ব্রেকআপের পর পর সালমানের সঙ্গে ক্যাটরিনা নাকি একটি ক্লাবে গিয়েও দেখা করেছেন বলে গুঞ্জন। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের আরও এক প্রাক্তন বান্ধবীর সঙ্গে দেখা গেল সালমান খানকে। অবক হবে না এই খবর শুনে। ঘটনা হলো, বোন অর্পিতা খান শর্মার সাধের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সালমান খান।
আর সেখানেই আমন্ত্রিত ছিলেন সালমানের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি। আর সেখানেই সালমান সঙ্গীতা বেশ কয়েকবার একসঙ্গে চোখে পড়ে। এমনকি, ব্রেকআপ হয়ে গেলেও, তাঁদের যে এখনও বেশ ভালো সম্পর্কই রয়েছে, তা স্পষ্ট হয়ে যায় দু’জনের হাবেভাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন