সালমানের কারণে ক্ষমা চাইলেন তার বাবা

নিজেকে ধর্ষিত নারীর সাথে তুলনা করে মন্তব্য করায় ভারতজুড়ে সুপারস্টার অভিনতো সালমান খানকে নিয়ে রীতিমত তোলপাড়! মঙ্গলবার সকালে বিভিন্ন মিডিয়াকে দেয়া নিজের আসন্ন সিনেমা ‘সুলতান’-এর অভিজ্ঞতা বর্ণনার এক পর্যায়ে নিজেকে ধর্ষিত নারীর সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এমন মন্তব্য চারদিকে ছড়িয়ে শুরু হয়েছে হৈচৈ।
মূলত আসন্ন সিনেমা ‘সুলতান’-এর প্রমোশনের অংশ হিসেবেই মঙ্গলবার সকালে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দেন ‘সুলতান’-এর মহাবীর সালমান খান। আর সেখানেই তিনি সাক্ষাৎকারকালে বেঁফাস কথা বলে ফেলেন। আর তাতেই চটেছে বিভিন্ন নারবাদী সংঘঠন, মানবাধিকার সংঘঠন থেকে সাধারণ জনতাও!
এক নারীবাদী সংঘটনতো সালমানকে উদ্দেশ করে সাত দিনের সময় বেধে দিয়েছেন ক্ষমা চাইতে। অন্যদিকে সালমানের বক্তব্যের পর সোশাল মিডিয়াও সরব। সবাই বলছেন, নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করা ধর্ষণের শিকার অসহায় নারীদের হেয় করেছেন সালমান।
আবার কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এই বলে যে, ধর্ষিতা নারীর সঙ্গে নিজেকে তুলনা করে সালমান যে বক্তব্য সালমান দিয়েছেন তার জন্য তাকে জেলে পাঠানো উচিত। অনেকে সালমানের ক্ষমতার কাছে ফিল্মের আলোচকদের অসহায়ও বলছেন। কারণ তা না হলে অন্য কেউ এমন মন্তব্য করলে নাকি একক্ষণ ভারতে তুলকালাম ঘটে যেত!
আসলে সাক্ষাৎকারে কী বলেছিলেন সালমান যার জন্য মুহূর্তেই এমন তুলকালাম শুরু হয়ে গেল? সাক্ষাৎকারে সালমান ‘সুলতান’ সিনেমা নিয়ে স্মৃতিচারণ করেছেন।
বলেছেন ‘সুলতান’-এর শুটিংয়ের সময় তার এযাবৎকালের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে। দিনে নাকি টানা ছ’ঘণ্টা ধরে শুটিং করতেন তিনি। একশো কেজি বার তারও বেশি কুস্তিগীরদে ধরে একা একা কয়েকবার করে তুলতে হয়েছে। অসংখ্যবার এদের তুলতে তুলতে বহুবার পরে যাওয়ার কথাও বলেন সাক্ষাৎকারে। বক্সিং রিং থেকে যখন বেরুতেন তখন নাকি তিনি হাঁফ ছেড়ে বাঁচতেন। এমনকি তখন তার অনুভূতি হতো ধর্ষিত নারীর মতো! যে ধর্ষণের পর সোজা করে হাঁটতে পারে না। এমন ভারি ভারি কুস্তিগীরদের টেনে উপরে তোলেও সেইসব ধর্ষিত নারীর মতোই অবস্থা হয়ে যেত তার।
মুখের কোনো কিছু না ভেবেই এমন মন্তব্য করায় যখন চারদিকে সমালোচিত সালমান খান, তখন এই বিষয়ে কথা বললেন সালমানের বাবা সেলিম খান। তিনি সালমানের বন্ধুবান্ধব, ফ্যান ও সমস্ত ভারতীয়দের কাছে নিস্বার্থভাবে পুত্র সালমানের এমন বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চান।
প্রসঙ্গত, পাঞ্জাবের হরিয়ানার এক মহাবীর চরিত্র ‘সুলতান’। যার কাছে পরাভূত সমস্ত কুস্তিগীররা। সেই ঐতিহাসিক চরিত্রেই ‘সুলতান’-এ সালমান খান আসছেন আসছে ঈদে। এরইমধ্যে গত মাসে রিলিজ পাওয়া ট্রেলারে সালমানকে আদ্যোপান্ত কুস্তিগীর হিসেবেই লক্ষ্য করা গেছে। আর তার সাথে এই ছবিতে আছেন আরেক নারী কুস্তিগীর আনুশকা শর্মা। ছবিটির পরিচালনায় আছেন আলি আব্বাস জাফর।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন