সালমানের জন্য ১ হাজার পুলিশ!

বলিউড অভিনেতা সালমান খান কোনও না কোনও কারণে সবসময়েই আলোচনায় থাকেন। ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েই হোক অথবা প্রেম নিয়ে মুখরোচক খবরেই হোক।
সম্প্রতি সালমান খান ব্যস্ত তার নতুন সিনেমা ‘সুলতান’ এর শুটিং নিয়ে। শুটিং করতে ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর পৌঁছেছেন ভাইজান। শহরের অদূরে একটি ফার্মহাউসে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে তাতেও হয়রানির অন্ত নেই। কেননা, সালমানের আগমন-বার্তাটি রটে গেছে পুরো এলাকায়। আর প্রিয় অভিনেতার আসরে খবর ভক্তদের কাছে পৌঁছাতেই ফার্ম হাউসের সামনে ভিড় করছেন সবাই।
তবে ফার্ম হাউসের সামনে ভিড় করা পর্যন্তই শেষ। সাল্লুর ধারেকাছেও কাউকে ঘেঁষতে দেয়া হচ্ছে না। হাতমেলানো বা ছবি তোলা তো দূরের কথা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশকে সালমানের নিরাপত্তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন। পুলিশকর্মীরাও দিনরাত এক করে পাহারা দিচ্ছেন।
জানা গেছে, সালমানের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় ১ হাজার পুলিশ। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। এ নিয়ে উত্তরপ্রদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো আড়ালে কানাঘুষা করলেও জোরালো প্রতিবাদ বলতে যা বোঝায়, তা এখনও করেনি। কেন্দ্রীয় চরিত্রটির নাম সম্ভবত সালমান খান বলেই হয়তো এতো নিরাপত্তার ব্যবস্থা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন