সালমানের নাম শুনলেই রেগে যান ঐশ্বরিয়া!

এক সময় তাদের মধ্যে ভাল বন্ধুত্ব ছিল। বেশ কয়েকটি সফল সিনেমাও উপহার দিয়েছেন এই জুটি। কিন্তু এখন তাদের মধ্যে সম্পর্ক তেমন একটা নেই। বরং এক জন আরেক জনের কথা শুনলেই নাকি চটে যান বলা হচ্ছে বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ঐশ্বরিয়ার রাইয়ের কথা।
যদিও ঐশ্বরিয়া রাই শান্ত প্রকৃতির। অমিতাভ বচ্চনের পুত্রবধুকে এভাবেই জানে বলিউড। সেই ঐশ্বরিয়া রাই রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন! এ হেন বিশ্বসুন্দরীকে অনেকেই চেনেন না। জানেন না। গল্প হলেও এটাই সত্যি। ভরা সাংবাদিক সম্মলেনে প্রবল রেগে গেলেন ঐশ্বর্যা রাই। এবং এতটাই যে সাংবাদিকদের প্রশ্নের জবাবও আর দিলেন না।
কিন্তু কেন মেজাজ হারালেন প্রাক্তন বিশ্বসুন্দরী? হঠাৎই এতটা ক্ষেপে গেলেন কেন ঐশ্বরিয়া? রাগে উন্মত্ত হওয়ার অবশ্য একটা কারণও ছিল। ভবিষ্যতে সালমন খানের সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যাবে কিনা, এই প্রশ্ন এক সাংবাদিক ছুড়ে দিয়েছিলেন ঐশ্বর্যাকে। আর সেই প্রশ্ন শোনার পরেই ঐশ্বর্যা প্রচণ্ড রেগে যান। কিছুতেই তাঁর রাগ কমছিল না। শুধু তাই নয়, সেই সাংবাদিক সম্মেলনের ভিডিও ফুটেজ ডিলিট করে দিতে বলেন। উপস্থিত সাংবাদিকদেরও চলে যেতে বলেন। কিন্তু এর পেছনের কারণ কী তা জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন