সালমানের বদলে বরুণ!

নব্বইয়ের দশকের শেষের দিকে বলিউডের সুপারহিট ছবি ছিল ‘জড়ুয়া’। এ ছবিটি আবারও তৈরি করতে যাচ্ছেন চলচ্চিত্রনির্মাতা ডেভিড ধাওয়ান। আগেরবার এই ছবির মূল তিনটি চরিত্রে ছিলেন সালমান খান, কারিশমা কাপুর ও রম্ভা। এবার সালমানের চরিত্রটি করবেন বরুণ ধাওয়ান। আলোচিত এই ছবির মজাদার চরিত্রটি নিজের ছেলেকে দিয়েই করাতে চাচ্ছেন এই নির্মাতা। ছবিতে বরুণের সঙ্গে থাকবেন একজন নবাগত অভিনেত্রী।
দীর্ঘ ১৯ বছর পর তৈরি হতে যাচ্ছে ‘জড়ুয়া’ ছবির সিকুয়েল। এ ছবির নায়িকার চরিত্রে পরিচালক একদম নতুন একটি মুখ খুঁজছিলেন। জানা গেছে, বলিউডের অভিনেত্রী নেহা শর্মার বোন আলিয়া শর্মাকে দেখা যাবে ‘জড়ুয়া-দুই’ ছবিতে।
এদিকে ‘জড়ুয়া-দুই’ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে আলিয়া শর্মার। এর আগে তেলেগু ভাষার একটি ছবিতে অভিনয় করার কথা থাকলেও পরে সেটি বাতিল হয়ে গিয়েছিল। তাঁর জায়গায় ওই ছবিতে নেওয়া হয়েছিল রাশি খান্নাকে।
অবশ্য প্রথমে সালমান খানেরই ‘জড়ুয়া’ ছবির সিকুয়েলে অভিনয় করার কথা ছিল। শোনা যাচ্ছিল তাঁর বিপরীতে অভিনয় করবেন কারিনা কাপুর খান।
এদিকে নির্মাতা ডেভিড ধাওয়ান তাঁর ছেলে বরুণকে সালমানের বদলে জড়ুয়া সিকুয়েলে নিলেও অনেকেই সালমানের জায়গায় বরুণকে ঠিক মেনে নিতে পারছেন না।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, সালমানের সঙ্গে বরুণের তুলনা করাটাই বোকামি। হিন্দুস্তান টাইমস, ডিএনএ।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন