সালমানে বাবার মাসিক আয় ছিল ৭৫০ টাকা!
তরুণদের বাইসাইকেল চালাতে উদ্বুদ্ধ করতে গিয়ে পরিবারের এক সময়ের আর্থিক টানাপোড়েনের কথা সামনে এনেছেন বলিউডের অন্যতম ধনী অভিনেতা সালমান খান।
সালমান জানান, ছোটবেলায় পরিবারে আর্থিক অনটন দেখেছেন। বাবা সেলিম খান বলিউডের প্রবাদপ্রতিম চিত্রনাট্যকার হলেও তার মাসিক আয় ছিল সাড়ে সাতশ’ থেকে এক হাজার টাকা।
তিনি বলেন, অনটন সত্ত্বেও বাবা তাকে সাইকেল চালাতে শেখান। আয় সীমিত হলেও বড় ছেলে হিসেবে আমাকে তিন হাজার রুপি দিয়ে সাইকেল কিনে দেন তিনি।
বিশ্ব পরিবেশ দিবসে নিজের চ্যারিটি সংস্থা বিইং হিউম্যানের এক অনুষ্ঠানে এসব কথা বলেন সালমান খান।
বান্দ্রার বাড়ি থেকে সাইকেলে চড়ে মেহবুব স্টুডিওর অনুষ্ঠানস্থলে আসেন সালমান ও তার ভাই সোহেল খান।
অনুষ্ঠানে বিইং হিউম্যান দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল বাজারে এনেছে। ৪০ হাজার রুপি থেকে শুরু হচ্ছে এর দাম, যা ৫৭ হাজারে ওঠার আশা করা হচ্ছে।
সালমান জানান তিনি নিজে সাইকেল চালানো পছন্দ করেন। আর পর্দায় সাইকেল চালানোর সুযোগ পেলে তো কথাই নেই।
কেরিয়ার শুরুতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ এবং মধ্যগগনে ‘কিক’ চলচ্চিত্রে সাইকেল চালানোর সুযোগ পেয়ে তিনি উত্তেজিত ছিলেন বলেও জানান সালমান।
বলিউডের এই অভিনেতা তরুণ প্রজন্মকে বাইসাইকেল চালানোর পরামর্শ দেন।
একই সঙ্গে শহরের রাস্তায় ও রাজপথের পরিবর্তে রেসিং ট্র্যাকেই মোটরবাইক নিয়ে গতির ঝড় তুলতে বলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন