‘সালমান আমার ছোট ভাই’

অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের সম্পর্ক ভালো যাচ্ছে না এ গুঞ্জন অনেক দিন ধরেই বলিপাড়ায় উড়ছে।
সঞ্জয় জেল থেকে ফেরার পরই নাকি তাদের বন্ধুত্বে চিড় ধরেছে। এর কারণ হিসেবে নানা সময় শোনা গেছে- বিভিন্ন ঘটনা। তবে সব গুঞ্জন উড়িয়ে দিলেন সঞ্জয় দত্ত।
মুন্নাভাই এমবিবিএস খ্যাত এ তারকা বলেন, ‘সালমান আমার ছোট ভাই। সে ছোট ভাই ছিল, আছে এবং থাকবে। সৃষ্টিকর্তা তাকে সাফল্য দিয়েছেন, তার সব মামলার নিষ্পত্তি হয়েছে, কিন্তু আমি মিডিয়াকে বলব এ নিয়ে কোনো ইস্যু তৈরি না করতে।’
গত শুক্রবার নিজের ৫৭তম জন্মদিন উদযাপন করেছেন সঞ্জয় দত্ত। এ সময় তিনি আরো বলেন, ‘আমরা সবাই ব্যস্ত। প্রতিদিন আমাদের দেখা করা সম্ভব নয়। আমি তার সঙ্গে মাদ্রিদে দেখা করেছি, মিডিয়া এ ব্যাপারে কিছু লেখেনি, তারা শুধু লড়াইয়ের ব্যাপারে লেখতে পারে। আমি তাকে পছন্দ করি, এটাই শেষ কথা।’
এ অভিনেতা জানিয়েছেন, রাজস্থান হাইকোর্ট সালমানকে ১৮ বছর ধরে চলে আসা কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এতে তিনি খুব খুশি হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সবসময় তাকে কল করি এবং তার জন্য আনন্দবোধ করি। আমি চাই না কেউ আমার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাক। কেউ ন্যায় বিচার পেলেই আমি খুশি হই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন