‘সালমান এইডসে আক্রান্ত; তাই বিয়েতে গড়িমসি!’

বলিউড অভিনেতা সালমান খান নাকি মারণব্যাধী এইডসে আক্রান্ত। তাই তিনি নাকি বিয়ে করছেন না। সম্প্রতি সালমানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গিয়েছে। এ বার আরও এক ধাপ এগিয়ে স্বামী ওম বললেন, সালমান খানের এইডস রয়েছে। কারণ তিনি বহু নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। আর এইডসে আক্রান্ত হওয়ার জন্যই সালমান খান বিয়ে করছেন না।
‘বিগ বস ১০’-এর মঞ্চ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই সালমানের প্রতি বিদ্বেষ বেড়ে গিয়েছে স্বামী ওমের। একের পর এক অভিযোগ তিনি এনেছেন বলিউডের বিখ্যাত এই অভিনেতার বিরুদ্ধে। স্বামী ওমের আলটপকা মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য একটি শব্দও খরচ করতে শোনা যায়নি ‘বজরঙ্গি ভাইজান’-খ্যাত অভিনেতাকে। পরেই স্বামী ওমকে বলতে শোনা গিয়েছিল, সালমান পাকিস্তানের আইএসআই এজেন্ট।
সালমানের এইডস রয়েছে, এমন কথা কস্মিনকালেও শোনা যায়নি।নিজের করা মন্তব্য থেকে সরে গিয়ে স্বামী ওমকে বলতে শোনা গিয়েছে, সম্প্রতি লন্ডনে সালমানের বিয়ে হয়েছে। তাঁর একটি কন্যা সন্তানও রয়েছে। সালমানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ আনার পরে স্বামী ওম বলেছেন, তিনি আর কিছু বলতে চান না।
সংগীতা বিজলানি থেকে শুরু করে সোমি আলী, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, ক্লদিয়া সিয়াসলা, লুলিয়া ভানতুর… প্রেমিকার তালিকাটা যে কোথায় গিয়ে শেষ হবে সালমান খান নিজেই হয়তো জানেন না! প্রেমের মাঠে সেঞ্চুরি হাঁকালেও বিয়ের মাঠে নামতেই রাজি নন তিনি। তাই ৫০ পেরিয়েও তিনি ভারতের এলিজেবল ব্যাচেলর।
সালমান করে বিয়ে করবেন, বলিউডের সঙ্গে জড়িত কম বেশি সবাই এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন। সালমানের নিজের কাছে তার উত্তর নেই। তবে বোমাটা ফাটালেন স্বামী ওম।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন