সালমান-ক্যাটরিনার মিলন

বলিউডের এক অন্যতম জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। কিন্তু বেশিদূর গড়ায় নি সম্পর্কটি। তাদের মাঝে ঢুকে পড়েন রণবীর কাপুর। কিন্তু এই বছরের শুরুতে এই জুটিরও বিচ্ছেদ হয়। স্বাভাবিকভাবেই নিঃসঙ্গ ক্যাটরিনা। ওদিকে বরাবরই ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ সালমান, যার কারণে বোঝা যায় এখন সালমানের মনের কোনায় বাস করেন ক্যাট। সেই সুযোগ নিতে যাচ্ছেন বলিউড নির্মাতা ও টিভি ব্যক্তিত্ব করণ জোহর। তাদের জুটিকে নিজের শো-তে এক করতে চাইছেন তিনি।
‘এক থা টাইগার’ ছবির পর এই জুটিকে আর বড়পর্দায় দেখা যায় নি। ওদিকে শোনা যাচ্ছে, আলি আব্বাস জাফরের পরিচালনায় ছবিটির সিক্যুয়েল আসছে। ‘টাইগার জিন্দা হ্যায়’ শিরোনামের সেই সিক্যুয়েল ছবিতে একসঙ্গে দেখা যাবে ক্যাটরিনা ও সালমানকে। ওদিকে করণ জোহরও নাকি তার পরবর্তী ছবির জন্য সালমান আর ক্যাটরিনার কথাই ভাবছেন। আর তার আগে ‘কফি উইথ করণ’ শোতে তাদের এক করবেন করণ।
উল্লেখ্য, ‘কফি উইথ করণ’ নামের এই টক শো থেকে অনেক সময় অনেক বিতর্কিত বিষয় উঠে আসে। দীপিকা সোনমের ঝামেলা, সালমানের ভার্জিনিটি প্রসঙ্গ, বিদ্যা বালান ও রানির বিতর্কিত দৃশ্য- এমন অনেক কিছুই উঠে এসেছিল কফি উইথ করণ থেকে। এবার ক্যাটরিনা যদি করণের শোতে আসেন, তাহলে করণ সেখানে ক্যাটরিনাকেও নিশ্চয়ই ছেড়ে দেবেন না! রণবীরের সঙ্গে বিচ্ছেদ, সালমানের সঙ্গে আবারও বন্ধুত্ব- সব প্রসঙ্গই উঠবে। একই ব্যাপার সালমানের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনিই বা করণের প্রশ্নবাণ সালমাবেন কী করে, এমন ভাবছেন ভক্ত সমালোচকেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন