সালমান খানকে চিঙ্কারা মামলায় রেহাই কেন? বিশনই সম্প্রদায়
চিঙ্কারা শিকার মামলায় সালমান খানকে আদালত রেহাই দিলেও মানতে নারাজ বিশনই সম্প্রদায়। আজ সকালে এখানকার ‘রাবন কা চবুতরা’ ময়দানে জমায়েত হয় বিশনই সম্প্রদায়ভুক্ত রাজনৈতিক ও সামাজিক নেতা সহ বহু মানুষের। সেখান থেকে দাবি ওঠে, রূপালি পর্দার নায়ককে যেন ছেড়ে দেয়া না হয়। সালমানকে চিঙ্কারা মামলা থেকে অব্যাহতি দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করতে হবে রাজস্থান সরকারকে।
অখিল ভারতীয় বিশনই মহাসভা সংগঠনের ব্যানারে হওয়া সভায় তাঁরা বলেন, সালমান যদি চিঙ্কারা হত্যা না-ই করে থাকেন, তবে করল কে!
সম্প্রদায়ের নেতারা জেলা প্রশাসনকে জমা দেয়া, রাষ্ট্রপতির উদ্দেশে পাঠানো স্মারকলিপিতে দাবি করেছেন, রাজ্য সরকারকে সালমানকে চিঙ্কারা শিকারের দুটি মামলায় রেহাই দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি জমা দিতে নির্দেশ দেয়া হোক। রাজ্য সরকারের ‘শুভ বুদ্ধি’ জাগ্রত হবে, তারা সুপ্রিম কোর্টে যাবে, সালমানকে হাইকোর্টের রায়ের জোরে আইনের হাত থেকে বেরিয়ে যেতে দেবে না, এমন আশাও জানিয়েছে বিশনই গোষ্ঠী।
মহাসভার মুখপাত্র কিশন বিশনই বলেছেন, এর পাশাপাশি আমরা রাষ্ট্রপতিকে আবেদন করেছি, দিনদিন যেভাবে অবৈধ চোরাশিকার বাড়ছে, সে কথা মাথায় রেখে একটি নতুন নীতি তৈরি করা হোক, যাতে এর মোকাবিলায় কঠোর সাজার বিধি থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন