সালমান খানের কাছে টিপস নিচ্ছেন ক্যাটরিনা কাইফ
এক সময় প্রেমের সম্পর্কে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এরপর তাদের ব্রেকআপ হয়। তবে এখনো তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শোনা যাচ্ছে, সালমানের কাছ থেকে ক্যারিয়ার বিষয়ে টিপস নিচ্ছেন ক্যাটরিনা।
সিনেমার জন্য বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছেন ক্যাটরিনা। আর চিত্রনাট্য বাছাইয়ের জন্য তিনি সালমানের পরামর্শ নিচ্ছেন। একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘তারা (সালমান ও ক্যাটরিনা) টাইগার জিন্দা হ্যায় সিনেমার জন্য ওয়ার্কশপ শুরু করেছেন। এছাড়া সালমান তাকে সঠিক প্রজেক্টটি বাছাইয়ের জন্য সাহায্য করছেন। তিনজন নির্মাতা তাকে সিনেমার প্রস্তাব দিয়েছেন এবং তিনি প্রত্যেকটি চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে সালমানের পরামর্শ নিচ্ছেন। এছাড়া সালমান ও কবির খানের সঙ্গে দেখা করার জন্য তিনি টিউবলাইট সিনেমার সেটেও গিয়েছেন।’
এখানেই শেষ নয়, ক্যাটরিনার পরবর্তী সিনেমা জাগ্গা জাসুস। সিনেমাটির প্রচারণার জন্যও সালমানের কাছ থেকে টিপস নিচ্ছেন ক্যাটরিনা। এ সিনেমায় ক্যাটরিনার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর। ব্রেকআপের পর পরস্পরকে এড়িয়ে চলছেন তারা। সিনেমার প্রচারণার সময় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তারই টিপস নিচ্ছেন ক্যাটরিনা।
ক্যাটরিনা অভিনীত সর্বশেষ সিনেমা বার বার দেখ। খুব শিগগিরই সালমানের বিপরীতে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এছাড়া ফাওয়াদ খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করবেন ক্যাটরিনা। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













