সালমান খানের বজরঙ্গি ভাইজান সিনেমায় মাশরাফি!
বক্স অফিস কাঁপানোর পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’। ভারত ও বহির্বিশ্বে অনেক রেকর্ড গড়েছে ছবিটি। ঈদের দিন মুক্তি পায় সালমান খান অভিনীত সিনেমা বজরঙ্গি ভাইজান। বর্তমানে আলোচনায় এই সিনেমাটি। সেটা যেমন কাড়ি কাড়ি টাকা আয় করছে সেই দিক দিয়ে আলোচিত তেমনি আলোচিত মুন্নি ওরফে সাহিদা (হার্সালি মালহোত্রা) অভিনয়ে।
সিনেমার কাহিনী অনেকেরই হৃদয় ছুঁয়েছে। তাই তরুণ প্রজন্ম ও সিনেমা পাগল মানুষের মুখে মুখে বজরঙ্গি ভাইজান। তবে এই সিনেমায় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও রয়েছেন। সেটা কয়জনের নজরে পড়েছে?
সিনেমার একটি দৃশ্যে মুন্নিকে নিয়ে সালমান খান কারিনা কাপুরদের বাসায় আসেন। সিনেমার ৪৪ মিনিট ৪ সেকেন্ডের সময় কারিনা কাপুরদের বাসায় সবাই মিলে খেলা দেখার একটি দৃশ্য রয়েছে। ওই সময় মাশরাফি বিন মুর্তজার একটি বল দেখানো হয়। ওটি ছিল মূলত ২০১৪ সালে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারতের বাংলাদেশ সফরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের একটি দৃশ্য। যে ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ১০৫ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ৫৮ রানে অলআউট হয়েছিল।
দৃশ্যটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডের ১১তম ওভারে মাশরাফি বল করছেন। তখন ব্যাট করছিলেন ওই সিরিজে ভারতের অধিনায়ক বাঁহাতি সুরেশ রায়না। নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন চেতেশ্বর পূজারা। দলীয় রান ছিল ৩ উইকেটে ২৯।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন