সালমান খান আমাকে ধর্ষণ করেছে! অভিযোগ মডেল কন্যার

সালমান খানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনলেন এক মডেল। বিগ বসের অন্যতম প্রতিযোগী ওই মডেল দিল্লির সিআর পার্ক থানায় সালমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাও দায়ের করেছেন।
মামলায় ওই মডেল জানান, শুধু সালমান খানই নন, বিগ বসের সেটে থাকা তাঁর সাঙ্গোপাঙ্গোরাও এই কাজে শামিল হন। ওই তরুণী মডেলের কথা অনুযায়ী, প্রথমে সালমানের লোকজন তাঁকে ‘কালো জাদু’ করেন। তার পরই সুযোগ বুঝে সালমান খান তাঁকে ধর্ষণ করেন।
তাঁর বক্তব্য, এতদিন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি বলেই সালমানের বিরুদ্ধে মামরা করতে দেরি হয়ে গেল। তাঁর কথায়, মন থেকে সায় পাওয়ার পরেই ধর্ষণের ঘটনাটি চাপা না রেখে, সিআর পার্ক থানায় ধর্ষণের অভিযোগ রুজু করেছি।
বলিউডের এই নায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়।
এই মুহূর্তে সালমান খান তাঁর নতুন ছবি সুলতানের শ্যুটিংয়ে ব্যস্ত থাকায়, অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন