সালমান-লুলিয়াকে নাচালেন অভিষেক বচ্চন

গত শুক্রবার ছিল প্রীতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিল গোটা বলিউড। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এই অনুষ্ঠানে এসে সবচেয়ে আলোচিত হয়েছেন সালমান খান। কারণ এই প্রথমবার প্রেমিকা লুলিয়া ভানটুরকে নিয়ে একই গাড়িতে করে এসেছেন সালমান। বলিউডের বাতাসে এখন জোর গুঞ্জন লুলিয়াকেই বিয়ে করতে যাচ্ছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। সালমান-লুলিয়ার সঙ্গে আরো ছিলেন সালমানের বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিহোত্রি।
তবেঁ ঘটনা অন্যখানে। প্রীতির বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে সালমান খানকে নাচিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। শুধু সল্লুকে একাই নয়, তার প্রেমিকা লুলিয়াকেও নাচিয়েছেন অমতাভ পুত্র। নাচের মঞ্চে এই তিনজনকে সঙ্গ দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান, ক্রিকেটা যুবরাজ সিং এবং তার হবু স্ত্রী হ্যাজেল কিচ।
প্রীতির সংবর্ধনা অনুষ্ঠানে আরও এসেছিলেন শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতি, সুস্মিতা সেন, মাধুরী দীক্ষিত-ডা. শ্রীরাম নেনে দম্পতি, লারা দত্ত-মহেশ ভূপতি দম্পতি, জুহি চাওলা, ডিনো মারিয়া, ফারাহ খান, করণ জোহর, অভয় দেওল ও ববি দেওল।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন