সালমান শাহর জন্মদিন, আয়োজন নেই বিএফডিসিতে
আজ জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৪৫তম জন্মদিন। ১৯৭১ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এর পর তিনি ২৭টি ছবিতে কাজ করেন, যার প্রতিটিই ছিল ব্যবসাসফল ছবি। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে তিনি ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন। অথচ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনই মনে রাখেনি এই তারকার জন্মদিন। তাই এদিন ছিল না কোনো আয়োজন। এমনকি বিএফডিসির অনেকে ভুলেই গেছেন বা জানেনই না আজ সালমানের জন্মদিন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে বিষয়টি জানতে চাইলে এক অফিস সহকারী মো. ইমরান বলেন, ‘সালমান শাহ শিল্পী সমিতির সদস্য। যে কারণে যদি কোনো আনুষ্ঠানিকতা থেকে থাকে, সেটি শিল্পী সমিতিই করবে।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে গিয়ে পাওয়া গেল অফিস সহকারী জাকির হোসেনকে। সালমান শাহর জন্মদিনে কোনো আয়োজন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আজ উনার জন্মদিন, সেটি আমার জানা ছিল না । পত্রিকা পড়ে জানতে পারলাম বিষয়টা।’ তবে গত ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান করা হয়েছিল বলে জানান জাকির।
এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা অমিত হাসান বলেন, ‘আমরা যখন সমিতির দায়িত্ব নিয়ে কাজ শুরু করি, তখন হুমায়ুন ফরীদি, রাজীব সাহেবের জন্মদিন পালন করেছি। কিন্তু এর পর বিভিন্ন মহল থেকে বাধা আসতে থাকে। কারণ, চলচ্চিত্রে অবদান আছে এমন প্রত্যেক মাসে একাধিকজনের জন্ম ও মৃত্যুদিন থাকে। যদি আমরা এককভাবে পালন করতে চাই, তা হলে সারা বছরই আমাদের এসব আয়োজন নিয়ে থাকতে হবে। এ কারণে আমরা সমিতির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসের শেষ শুক্রবার ওই মাসে যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাদের উদ্দেশে মিলাদ করে থাকি।’
অমিত আরো বলেন, ‘তবে আমরা চেষ্টা করছি যাঁরা বেঁচে আছেন, তাঁদের জন্মদিনে উইশ করতে। নায়করাজ রাজ্জাকের জন্মদিনে আমরা শিল্পী সমিতিতে কেক কেটেছি। আমার মনে হয়, এমন জনপ্রিয় তারকাদের নিজস্ব ফ্যান ক্লাব থাকে, তারা বা পারিবারিকভাবে যদি জন্মদিনটা পালন করা হয়, তা হলে আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে সব সময় পাশে থাকতে চাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন