সালমান শাহ’র রহস্যজনক মৃত্যুর বিচার না হলে আত্মহত্যা করবেন এই নারী
মাসুদ সরদার নামক একজন ফেসবুক ব্যবহারকারীর আইডি থেকে একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়ছে সামাজিক গণমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন নারী কে খুন হিসেবে ধরে নিয়ে হত্যার বিচার চাইছেন। যদি বিচার না পান, তাহলে তিনি আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। তার আত্মহত্যার জন্য তিনি দায়ী করবেন প্রধানমন্ত্রীকে।
উক্ত নারীর বক্তব্য অনুসারে- প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যু রহস্য এখন পানির মতো স্বচ্ছ। তিনি রুবি সুলতানাকে দেশে ফিরিয়ে আনতে বলেছেন। ডন ও সামিরাকে রিমান্ডে নিতে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন-১৯৯৬ সালে সালমান শাহ’র মৃত্যুর পর যেমন ৪০-৪২ জন মানুষ আত্মহত্যা করেছিল, ঠিক তেমনি এবার সালমান শাহ হত্যার বিচার না পেলে তিনি নিজেও আত্মহত্যা করবেন এবং প্রমাণ করবেন সালমান শাহ’র ভক্ত এখনও রয়েছে, যারা এখনও সালমান শাহ’র জন্য আত্মহত্যা করতে পারে। ৪ মিনিট ৩ সেকেন্ড ব্যাপ্তির এই ভিডিওটির ৪২ সেকেন্ডের মাথায় উক্ত নারী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী, আমার আত্মহত্যার জন্য শুধুমাত্র আপনিই দায়ী থাকবেন।
কে এই নারী, কী তার নাম, কোথায় বসবাস- এসব তথ্য এখনও পাওয়া না গেলেও, এ বিষয়ে অনুসন্ধান চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন