সালমান শাহের বাড়িতে কোনো শুটিং হবে না : সালমান শাহের মা
নায়ক সালমান শাহের সিলেটের বাড়িতে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘ধ্যাৎতেরিকি’র শুটিং হবে এমন খবর জানার পর রীতিমতো আকাশ থেকে পড়েন অকালপ্রয়াত এই নায়কের মা নীলা চৌধুরী!
এরপর তিনি স্পষ্ট জানিয়ে দেন তার বাড়ি সালমান ভবনে কোনো ছবির শুটিং হবে না। বিষয়টি নিয়ে নীলা চৌধুরী ক্ষোভ ঝেড়ে নিজের ফেসবুকে বুধবার বিকেলে একটি স্ট্যাটাসও দেন।
স্ট্যাটাসে সালমান শাহের মা লেখেন, ‘প্রিয় দেশবাসী ও সালমান শাহের ভক্তরা, আমি জেনেছি যে সালমান শাহের বাড়িতে (সালমান শাহ) ভবনে ছবির শুটিং হবে। এটা ডাহা মিথ্যে কথা। আমার বাড়িতে কখনো কোনো শুটিং হতে পারে না, হবে না।’
প্রশ্ন তুলে তিনি আরো লেখেন, ‘ফিল্মের লোকেরা সালমান শাহকে আর কতো ব্যবহার করতে চাও? সাবধান করে দিচ্ছি এসব স্বপ্ন দেখা বন্ধ করো।’
খোঁজ নিয়ে জানা গেছে, ‘ধ্যাৎতেরিকি’ ছবির ইউনিট এখন সিলেটে সালমানের বাড়ির পাশেই অবস্থান করছে। এ ব্যাপারে ছবির নির্মাতা শামীম আহমেদ রনির বক্তব্যের জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।
তবে এ ছবির অভিনয়শিল্পী চিকন আলী সিলেট থেকে মুঠোফোনে জানান, ‘ধ্যাৎতেরিকি’ ছবির প্রি-প্রডাকশনের কাজ চলছে সিলেটে। আগামী মাসের ৮ তারিখ থেকে ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সালমান বাড়িতেই শুটিং হবে এমন কোনো কথা হয়নি। তবে তার বাড়ির পাশেই শুটিং হবে। আর সালমান শাহের বাড়িতে শুটিং হবে এটা হয়তো ছবিটির প্রচারণার জন্য বলা হচ্ছে্।’
চিকন আলী বর্তমানে জাজের আরেক ছবি ‘প্রেমী ও প্রেমী’র শুটিংয়ে সিলেট গেছেন। সঙ্গে আছেন এ ছবির নির্মাতা জাকির হোসেন রাজু, অভিনয়শিল্পী আরেফিন শুভ, নুসরাত ফারিয়াসহ আরো অনেকে।
চিকন আলী বলেন, ‘প্রেমী ও প্রেমীর শেষ লটের শুটিং হচ্ছে। এটা শেষ হলেই ধ্যাৎতেরিকি ছবির কাজ শুরু হবে। চলবে টানা মাস দুয়েক।’
‘ধ্যাৎতেরিকি’ ছবিতে আরেফিন শুভ, নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করবেন রোশান এবং জাজের নতুন নায়িকা ফারিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন