সালমান শাহ ট্রিবিউট পরীমনি

এবার প্রয়াত সালমান শাহ অভিনীত পাঁচটি সিনেমার গানে নাচতে যাচ্ছেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। তবে কোনো বড় পর্দায় নয়। লাক্স আরটিভির স্টার অ্যাওয়ার্ড ২০১৫-এর জমকালো আসরে নাচবেন তারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এটি অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এই প্রথম টিভির কোনো অনুষ্ঠানে নাচ করতে যাচ্ছি। এ জন্য তিন দিন ধরে পারফরম্যান্সটির জন্য রিহার্সাল হয়েছে। সজল ভাইয়ের সঙ্গেও প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছি। অনেক ভালো লাগছে আরটিভির এত বড় আয়োজনে থাকতে পেরে। আশা করছি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাতাতে পারব।’
পঞ্চম বারের মতো হচ্ছে ‘লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৫’ অনুষ্ঠানটি। এবার আজীবন সম্মাননা দেওয়া হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে।
আরটিভিতে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত সকল নাটক ও অনুষ্ঠানসমূহের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পীকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
লাক্স আরটিভি স্টার অ্যাওয়াড সম্পর্কে প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, ‘সৃজনশীল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা, আর তাদের কাজের উৎসাহ দিতেই প্রতিবারের মতো এবারও বেসরকারি টেলিভিশন আরটিভি আয়োজন করতে যাচ্ছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের মনোনয়ন এবং দর্শকদের এসএমএস’র ভিত্তিতে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে সেরাকে।
জানা গেছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি আরটিভিতে প্রচার করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন