সালমা ও সুজানার গান (ভিডিও সহ)

একজন গেয়েছেন, অন্যজন গানটির মডেল। সময় এখন মিউজিক ভিডিওর। এই হিসেবে গানটি দু’জনেরই। ক্লোজআপ ওয়ান তারকা সালমার গাওয়া নতুন গানের মডেল হয়েছেন অভিনেত্রী সুজানা জাফর। তাদের সেই গানটি এখন ইউটিউবে।
শনিবার (৩০ এপ্রিল) প্রকাশিত ‘তুমি আসবা নাকি’ শিরোনামের গানটি এখন পর্যন্ত দেখেছেন প্রায় ৪০ হাজার দর্শক। আসিফ ইকবালের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ রাজিব। ভিডিওটি তৈরি করেছেন তানিম রহমান অংশু। এটি প্রকাশ করেছে গানচিল মিউজিক।
সুজানা জানান, নাটকের পাশাপাশি তিনি নিয়মিত ভালো মানের মিউজিক ভিডিওতে কাজ করতে সাচ্ছন্দবোধ করেন। এর আগে ন্যানসির গাওয়া ‘আমি ছুঁয়ে দিলেই’ গানের ভিডিওতে দারুণ প্রশংসা পেয়েছেন আলোচিত এই মডেল। এবার ‘তুমি অাসবা নাকি’র জন্যও ইতিবাচক মন্তব্য পাচ্ছেন তিনি। সুজানা জাফরের পাশাপাশি ভিডিওচিত্রে মডেল হয়েছেন আশফাক রানা।
অন্যদিকে শিল্পী সালমা বলেন, “ভালো গানের ভালো ভিডিওচিত্র হলে শ্রোতারাও সুন্দরভাগে গ্রহণ করেন, ‘তুমি আসবা নাকি’ তার প্রমাণ।” সালমা জানান, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছেন তিনি।
* ‘তুমি আসবা নাকি’ গানের ভিডিও:
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন