‘সাসপেন্ড’ করল বিদেশ মন্ত্রক
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেড (ইডি)-র অনুরোধে বিদেশ মন্ত্রক শুক্রবার বিজয় মালিয়ার পাসপোর্ট চার সপ্তাহের জন্য ‘সাসপেন্ড’ করল৷ পাসপোর্ট আইনের ১০এ ধারা অনুসারে মালিয়ার কূটনৈতিক পাসপোর্টটির এখন থেকে আগামী চার সপ্তাহের জন্য কোনও বৈধতা থাকবে না বলেই জানিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র৷
তিনি জানান, মালিয়াকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে কেন তাঁর পাসপোর্ট বাতিল করা উচিত হবে না সেই বিষয়ে মতামত জানানোর জন্য৷ সেই নির্দেশিত সময়সীমার মধ্যে তিনি যদি কোনও জবাব না দেন তখন বিদেশ মন্ত্রক তা বাতিল করার জন্য যা করার তা করার পথেই এগিয়ে যাবে৷ দ্বিতীয় দফায় রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হচ্ছে মালিয়ার ২জুন, ওই দিন পর্যন্ত তার কূটনৈতিক পাসপোর্ট দিল্লি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ইস্যু করেছিল৷
বিভিন্ন ব্যাংক সুদে আসলে ৯০০০ কোটি টাকার বেশি পাওনা এই শিল্পপতি বিজয় মালিয়ার কাছ থেকে৷ অথচ সে টাকা শোধ না করে তিনি বিদেশে পালিয়েছেন৷ তদন্তকারী সংস্থা তাঁকে বার বার ডেকে পাঠালেও তিনি হাজির না হয়ে শুধুই সময় চাইছেন৷ ফলে ক্ষুব্ধ ইডি মালিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আর্জি জানায়৷
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন