সাড়ে তিন হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
পবিত্র হজ পালনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় শুক্রবার ( ৫ আগস্ট) রাত পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট তিন হাজার ৪৪৬ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনার এক হাজার ২৩৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার দুই হাজার ২১১ জন রয়েছেন।
মোট ১০টি ফ্লাইটে (বাংলাদেশ বিমান ৮ ও সৌদি এয়ারলাইন্স-২) তারা সেখানে পৌঁছান। মক্কা আইটি হেল্প ডেস্ক প্রকাশিত হজ ব্যবস্থাপনা নিউজ লেটার বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৪ আগস্ট বাংলাদেশি হজযাত্রীবাহী প্রথম ফ্লাইটটি সকাল ১১টা ২৮ মিনিটে
জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আবতরণ করে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত মোট ৪৮৩টি হজ এজেন্সির মাধ্যমে এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন।
আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রীরা বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সযোগে সৌদি আরব যাবেন। উভয় এয়ারলাইন্স মোট হজযাত্রীর অর্ধেক করে পরিবহন করবে।
বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী ১৭ আক্টোবর পর্যন্ত চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন