সায়মা ওয়াজেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব গৃহীত
বাংলাদেশের অটিজম সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্যা কন্যা সায়মা ওয়াজেদ হোসেনকে ইউনেস্কো গত ১৪ অক্টোবর ‘ইন্টারন্যাশনাল জুরি অব দ্যা ইউনেস্কো-আমির জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ প্রাইজ ফর ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফর পারসনস উইথ্ ডিজেবিলিটিজ’-এর সভাপতি পদে দুই বছর মেয়াদে নিযুক্ত করেছে। এ নিযুক্তির মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ায় প্রধানমন্ত্রী এবং তাঁর কন্যা সায়মা ওয়াজেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ২৪ নভেম্বর মন্ত্রিসভায় একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে বলা হয়েছে, সায়মা ওয়াজেদসহ প্রতিবন্ধী বিষয়ে জনহিতকর কর্মে আত্মনিবেদিত পাঁচজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি-সমন্বয়ে গঠিত এই জুরি উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাজের মূলধারায় প্রতিবন্ধীদের অন্তর্ভূক্তি এবং জীবনমান উন্নয়নে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদানের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করবে।
প্রস্তাবে জানানো হয়, দক্ষিণ এশিয়াসহ সারাবিশ্বে কার্যকরভাবে অটিজম সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রণী ভূমিকায় তাঁর অবদান অপরিসীম। তিনি অটিস্টিক শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা প্রদানে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। বিশ্বব্যাপী অটিজম-সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার গুরুত্ব অনুধাবন এবং তা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণে সায়মা ওয়াজেদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উল্লেখিত বিচারক প্যানেলে সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে বলে মন্ত্রিসভা মনে করে।
অটিজমের মত জনহিতকর কর্মে আত্মনিয়োগের ক্ষেত্রে তাঁর মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচর্যা, দিক-নির্দেশনা ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। সায়মা ওয়াজেদের এ নিযুক্তি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সম্মানজনক অবস্থানকে আরো উন্নত ও সুসংহত করেছে বলে মন্ত্রিসভা অভিমত ব্যক্ত করে। মন্ত্রিসভা মনে করে, এ সম্মান বাংলাদেশ ও বাঙ্গালি জাতির জন্য গৌরবের।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন