সিগারেট যদি খেতেই হয় তাহলে...
ধূমপান না করলে তো সবচেয়ে ভাল। আর যদি করতেই হয়, তাহলে মাথায় রাখুন কয়েকটি নিয়ম। তাতে কিছুটা হলেও আপনার চারপাশের লোকজনদের সমস্যা কমবে।
❏ অধূমপায়ীদের সামনে কখনোই ধূমপান করবেন না। ‘প্যাসিভ স্মোকিং’-এর ক্ষতি তো আটকাবেই, পাশাপাশি ধুমপানের ক্ষতিও হবে একটু কম।
❏ কথা বলতে বলতে ধূমপান না করাই ভাল। এতে ফুসফুসে কিছুটা হলেও কম চাপ পড়ে। বিশেষত কথা বলার ঠিক আগে কখনই ধোঁয়া টানবেন না।
❏ আপনার ধূমপানে কারও অসুবিধা হলে, সেটা বোঝার চেষ্টা করুন। কেউ আপত্তি জানালে বিনয়ের সঙ্গে দুঃখপ্রকাশ করুন।
❏ যত্রতত্র সিগারেটের ছাই ঝাড়বেন না। সিগারেট জ্বালানোর আগে দেখে নিন, কাছাকাছি অ্যাশ ট্রে বা ছাই ঝাড়ার মতো জায়গা আছে তো?
❏ অপরিচিত ব্যক্তির সামনে সিগারেট ধরানোর আগে তাঁর অনুমতি নিয়ে নিন।
❏ নিজের ঘরে ধূমপান করলেও থাকুন জানালা বা দরজার মতো কোনও খোলামেলা জায়গার সামনে।
❏ গাড়িতে কখনোই ধূমপান করবেন না। কারণ, ব্যাপারটা শুধু অস্বাস্থ্যকরই নয়, বিপজ্জনকও।
❏ কখনোই কোনো পরিস্থিতিতেই কোনো শিশু বা গর্ভবতী নারীরে সামনে ধূমপান করবেন না।
❏ আর এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হল, ধূমপান করবেন না। যত তাড়াতাড়ি পারেন এই কুঅভ্যাস ত্যাগ করুন।
সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন