সিঙ্গাপুরে আটক বেশিরভাগই আনসারুল্লাহ বাংলা টিমের
সিঙ্গাপুরে আটকের পর বাংলাদেশে ফেরত পাঠানো ২৬ জনের মধ্যে ১৪ জন আনসারুল্লাহ বাংলা টিমের অনুসারী। তাদের সঙ্গে কথা বলে ও তথ্য যাচাই-বাছাই করে এটা নিশ্চিত হয়েছে গোয়েন্দা পুলিশ। যদিও সিঙ্গাপুরের পুলিশ সন্দেহ করছে, তারা আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, এ দেশে আসার পর তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। এরপর তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হয়। এরপরই তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়। আর বাকিদের ব্যাপারে তেমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তারা সবাই গোয়েন্দা নজরদারিতে আছে। তারা মূলত শ্রমিক পরিচয়ে ওই দেশে যায়। তারা বাংলাদেশে সশস্ত্র জিহাদের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এই মুহূর্তে ওই ১৪ জনের নাম বলা যাচ্ছে না।
একটি গোয়েন্দা সূত্র জানায়, গত মঙ্গলবার ১৪ জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তাদের প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আমিনুল হক।
সিঙ্গাপুর পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুগত সন্দেহে ২৭ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা নির্মাণ শিল্পে কাজ করত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন