সিঙ্গাপুরে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশন ওই দেশে অবস্থিত বাংলাদেশিদের জিকা ভাইরাস বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশি কমিউনিটির জন্য এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে জিকা ভাইরাসে আক্রান্ত ১০ বাংলাদেশির চিকিৎসা শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে যেকোনও সহযোগিতা বা পরামর্শের জন্য হাই কমিশনের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ [এক্সটেনশন -২৭৯, ২৮১] নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
বাংলাদেশের মিশনের কাউন্সিলর মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘বাংলাদেশসহ অনেকগুলি দেশের নাগরিকরা জিকা ভাইরাসে আক্রান্ত। এখন পর্যন্ত ১১৫ জন মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে।’ আক্রান্তদের মধ্যে ১০ জন বাংলাদেশি বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুর সরকার জিকা ভাইরাসের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এ ভাইরাস ঠেকানোর জন্য সর্ব্বোচ পদক্ষেপ নিয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন

ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন