সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিটিং বনাম লোকাল : বাসে হয়রানি কমবে?

বাংলাদেশের ঢাকায় বাস, মিনিবাসে নানা ধরনের অনিয়ম ঠেকাতে বাস মালিকদের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে । আর এতে সহায়তা দিচ্ছে সরকার।

বাস মালিকদের একটি অংশের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি বলছে, অতিরিক্ত ভাড়া নেয়া ঠেকানো সহ অনিয়ম রোধে তারা এই অভিযান পরিচালনা করছে। আর একাজে বিআরটিএ এবং পুলিশ সহযোগিতা করছে।

ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বিবিসিকে বলেন, “গ্যেটলক, সিটিং সার্ভিস, স্পেশাল সার্ভিস এমন নামে যেসব গাড়ি চালানো হত সেগুলোতে ভাড়ার তারতম্য ছিল, কোথাও কোথাও বেশি ভাড়া নেয়া হতো। আর সিটিং সার্ভিসের নামে বাস চালানো হলেও সেরকম কোনও নামে পারমিশন কর্তৃপক্ষ দেয়নি”।

তিনি দাবি করেন সবার সাথে আলোচনার ভিত্তিতে এটি করা হচ্ছে।

কিন্তু পরিবহন মালিকদের আরেকটি অংশের পক্ষ থেকে এমন বক্তব্য অস্বীকার করা হয়েছে।

অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ নামের সংগঠনের একজন নেতা রফিকুল হোসেন কাজল বিবিসিকে বলেন, ” আমরা বিরোধিতা করছি- এটা ঠিক না। কিন্তু সাধারণ মালিকদের প্রতারিত করা হচ্ছে। কারণ এই গাড়িগুলোর মালিক ক্ষুদে বিনিয়োগকারী । তারা এটা করেছে আগের অনিয়মের ধারাবাহিকতার অংশ হিসেবে”।

যারা এই অভিযানের উদ্যোগ নিয়েছে তাদের বিরুদ্ধে চাঁদা আদায় করার অভিযোগ তুলেছেন রফিকুল হোসেন কাজল। “এই যে যারা বলছে যে সিটিং সার্ভিস বন্ধ করবে তারা যে প্রতিদিন বড় আকারের চাঁদা নেয় আজ থেকে সেটা বন্ধ হয়ে যাবে?”

তিনি প্রশ্ন তোলেন, “মালিকের কাজ কী পুলিশের কাজ করা?”

তবে এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত অনিয়মের ঘটনায় বিভিন্ন বাসের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা করেছে।

রোববার দুপুরের দিকটায় ফার্মগেট এলাকায় লোকজনকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা জানান, অন্যদিন এ‌ সময়টা সহজে বাস পাওয়া গেলেও আজ মিলছে না।

বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একজন যাত্রী বলছিলেন, “ফার্মগেট থেকে মোহাম্মদপুর যেতে সময় লাগে ত্রিশ মিনিট। দুপুরে সাধারণত ১০ মিনিটেই বাস পাওয়া যায়। কিন্তু আজ দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ”।

আরেকজন যাত্রী বলেন, “এখন থেকে যেহেতু সিটিং সার্ভিস চলবে না তাই বাড়তি ভাড়া গুণতে হবে। আগে মোহাম্মদপুর থেকে গুলিস্তান যেতাম ২০ টাকায় সেটা এখন দিতে হবে ২৫ টাকা। আর মিরপুর থেকে মতিঝিল ২৯ টাকা”।

অভিযানের বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে বিবিসি বাংলার সাইয়েদা আক্তার রোববার রাস্তায় যে কয়েকজন চালক এবং শ্রমিকদের সাথে কথা বলেন, তারা সবাই স্বীকার করছেন, বাসের সংখ্যা আজ অনেক কম।

মোবাইল কোর্টের ভয়ের কারণে অনেক কোম্পানি তাদের বাস নামাতে পারেনি। একটি পরিবহনের কর্মীরা জানান, তাদের মালিকের ৩০টি বাস চলে। আজ নেমেছে মাত্র ৮টি।

কারওয়ানবাজারের মোড়ের কাছে একজন নারী বাসের জন্য অপেক্ষায়। সাথে একটি শিশু। অভিযানের কারণে বাসগুলো দ্রুতগতিতে চলে যাওয়ায় উঠতে পারেননি তিনি।

“আব্দুল্লাহপুরে যাওয়ার অপেক্ষায় আছি। সাথে শিশু আছে। কিন্তু বাস গুলো থামছে না”

একজন যাত্রী বলেন, “লোকাল বাসেও তো অনেক সময় ‘সিটিং’ লিখে অতিরিক্ত ভাড়া নেয়া হয়”।

আবার অন্য একজন যাত্রীর বক্তব্য “তা-ও সিটিং বাসে উঠলে লোকাল বাসের মত এখানে-ওখানে থামে না বলে সময়মত জায়গামতো যাওয়া যায়”।

তবে তার মত অন্য যাত্রীদের একটাই প্রশ্ন, বাস সিটিং বা লোকাল যাই হোক না কেন অতিরিক্ত ভাড়া আদায় আর বাসে হয়রানি কমবে তো?

– বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন

কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন

উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না

দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
  • কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর
  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
  • বাজেট হয় কাগজে কলমে, প্রতিফলন নেই সমাজে
  • রাজধানীতে স্বস্তির বৃষ্টি
  • ভেঙে যাচ্ছে সুন্দরবনের উপকূলীয় এলাকা